Workplace Decoration

বাড়ি হোক বা অফিস, নতুন বছরকে স্বাগত জানাতে সাজিয়ে তুলুন কাজের জায়গাটি

নতুন বছর আসছে। কাজের জায়গাটি সাজিয়ে তুলুন নতুন ভাবে। জেনে নিন সহজ কয়েকটি পন্থা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৬:৪১
Share:

নতুন বছরে নতুন করে সাজিয়ে ফেলুন কর্মক্ষেত্রে নিজের কাজের স্থানটি। ছবি: ফ্রিপিক।

বাড়ি হোক বা অফিস, প্রতিদিন যেখানে বসে কাজ করেন, সেই টেবিল বা ডেস্কটি পরিচ্ছন্ন, সুন্দর করে সাজানো থাকলে মনের উপরেও ইতিবাচক প্রভাব পড়ে। ক্রিসমাস চলে গিয়েছে। এ বার নতুন বছরকে স্বাগত জানানোর পালা। চারদিকে উদ্‌যাপনের আবহ। এমন সময়ে সাজিয়ে ফেলুন আপনার ডেস্কটিও।

Advertisement

১. ছোট্ট একটি বোর্ডে নতুন বছরে কী কী করতে চান, তার একটা তালিকা তৈরি করে ফেলতে পারেন। কোন বদভ্যাস ছাড়তে চান, নতুন কোন কোন কাজ আগামী দিনগুলিতে করতে চান, সবটাই সেখানে লিখে ফেলতে পারেন। আবার রঙিন কাগজে সেগুলি লিখে সুতোর সাহায্যে ডেস্কে ঝুলিয়েও দিতে পারেন।

২. কাজের টেবিলে নতুন কোনও ডিজিটাল ঘড়িও রাখতে পারেন। আবার কোনও সুদৃশ্য টেবিল ঘড়িও বেছে নিতে পারেন। সুন্দর ঘড়ি কিন্তু ডেস্কের সৌন্দর্য অনেকটাই পাল্টে দিতে পারে।

Advertisement

৩. আলোর স্ট্রিং বা টুনি বাল্‌বের লম্বা চেন দিয়েও অফিস ডেস্ক সাজিয়ে নেওয়া যায়। বর্ষবরণে আলোর ব্যবহার থাকবে না, তা-ও কি হয়! ব্যাটারি চালিত মোমবাতিও রাখতে পারেন পাশাপাশি। একটি কাচের পাত্রে জল নিয়ে এলইডি আলো জ্বালিয়ে রাখতে পারেন।

৪. ডেস্ক সাজিয়ে রাখার উপযোগী রকমারি ফোটো ফ্রেম পাওয়া যায়। ক্লিপের সাহায্যে বিভিন্ন ছবি ঝুলিয়ে দেওয়া যায়। বিগত বছরের সুখস্মৃতি, যেগুলি ক্যামেরাবন্দি হয়েছে, কর্মক্ষেত্রের সাফল্য, সহকর্মীদের সঙ্গে ভাগ করে নেওয়া মুহূর্তও সাজিয়ে রাখতে পারেন।

এই ধরনের ফোটোফ্রেমে সাজিয়ে রাখতে পারেন অফিসের বিভিন্ন মুহূর্ত। ছবি: সংগৃহীত।

. ডেস্ক সাজাতে পারেন আলো জ্বলা কাচের পাত্রে। গ্লো ম্যাজিক জার, মাসুন জার নামে জিনিসগুলি অনলাইনে কিনতে পাওয়া যায়। চাইলে কাচের বোতলে ঘরেও বানিয়ে নিতে পারেন। ভিতরে অভ্র এবং চকচকে বিভিন্ন জিনিস দিয়ে এলইডি আলো জুড়ে দিতে হয়। আলো জ্বললে তা দেখতে দারুণ লাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement