শরদ পওয়ার। ফাইল চিত্র।
বিধানসভা ভোটের আগে ভাঙনের ঢল নামবে বিজেপি-তে। মঙ্গলবার এমনই পূর্বাভাস দিয়েছেন এনসিপি প্রধান শরদ পওয়ার। তাঁর দাবি, পদ্ম-শিবিরের অন্তত ১৩ জন মন্ত্রী-বিধায়ক যোগ দেবেন সমাজবাদী পার্টিতে।
মঙ্গলবার উত্তরপ্রদেশে বিজেপি ছেড়েছেন মন্ত্রী স্বামীপ্রসাদ মৌর্য-সহ পাঁচ বিধায়ক। স্বামীপ্রসাদ যোগ দিয়েছেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (সপা)-তে। স্বামীপ্রসাদের সঙ্গেই মঙ্গলবার বিধায়ক পদে ইস্তফা দিয়ে বিজেপি ছেডে় সপা-য় যোগ দেওয়ার কথা জানিয়েছেন তাঁর ঘনিষ্ঠ দুই বিধায়ক রোশনলাল বর্মা এবং ভগবতীপ্রসাদ সাগর। এর পর স্বামীপ্সদা-ঘনিষ্ঠ বিজয় প্রজাপতি, বিনয় শাক্যও বিধায়ক পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন।
উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে এমন ঘটনা বিজেপি-র ‘বড় ধাক্কা’ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এই আবহে পওয়ার মঙ্গলবার দাবি করেন, বিধানসভা ভোটের আগে বিজেপি-র অন্তত ১৩ জন বিধায়ক দলত্যাগ করে অখিলেশ-শিবিরে শামিল হবেন। মঙ্লবার তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশের মানুষ পরিবর্তন খুঁজছেন। আমরা অবশ্যই সে রাজ্যে পরিবর্তন দেখতে পাব। বিধানসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে সাম্প্রদায়িক মেরুকরণ করা হচ্ছে। উত্তরপ্রদেশের মানুষ এর উপযুক্ত জবাব দেবেন।’’