Ashwini Vaishnaw

সুরক্ষা বৈঠক রেলমন্ত্রীর

রেল সূত্রের খবর, ওই বৈঠকে ট্রেন চলাচলের ক্ষেত্রে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়েও বিশেষ সতর্কতা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ০৬:১৩
Share:

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। —ফাইল চিত্র।

রেলের বিপত্তি যাতে নতুন করে সরকারের অস্বস্তি না বাড়ায় তা দেখতে শনিবার রেল বোর্ডের সদস্য, বিভিন্ন জোনের পদস্থ আধিকারিক, ডিভিশনের আধিকারিক ছাড়াও আরডিএসও (রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজ়েশন)-এর কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Advertisement

রেল সূত্রের খবর, ওই বৈঠকে ট্রেন চলাচলের ক্ষেত্রে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়েও বিশেষ সতর্কতা নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এ ছাড়াও, সব জ়োনে ১৫ দিন করে সময় ধরে বিশেষ নিরাপত্তার পরিকল্পনা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

ওই বৈঠকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ দ্বিবেদী এবং মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি-সহ পদস্থ কর্তারাও যোগ দিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement