ডোভাল-রিপোর্টে পরিস্থিতি স্বাভাবিক

কয়েক দিন ধরেই জম্মু-কাশ্মীরে থমথমে পরিস্থিতি। বন্ধ কেবল-ইন্টারনেট পরিষেবা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৯ ০৪:০৮
Share:

নরেন্দ্র মোদীর সঙ্গে অজিত ডোভাল। —ফাইল চিত্র।

কাশ্মীর উপত্যকায় চূড়ান্ত টানাপড়েনের মধ্যেই নিয়ন্ত্রণরেখার ও পাশ থেকে জঙ্গিদের ভেতরে পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। আজই কুপওয়ারায় সশস্ত্র জঙ্গিদের একটি দল নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ৫০০ মিটার ভিতরে ঢুকে পড়ে। সেনা জওয়ানদের সঙ্গে তাদের গুলিবিনিময়ের পরে জঙ্গিরা পিছিয়ে যেতে বাধ্য হয়। গুলি বিনিময়ে এক জন সেনা জওয়ান আহত হয়েছেন। কয়েক দিন ধরেই এই চেষ্টা চলছে বলে সেনার তরফে জানানো হয়েছে। এ দিন রাজৌরি এলাকায় নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলা ছুড়েছে পাক সেনা। এই পরিস্থিতিতে কাশ্মীরে ঘাঁটি গেড়ে বসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কেন্দ্রকে যে রিপোর্ট পাঠিয়েছেন, তাতে দাবি করা হয়েছে, উপত্যকার পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক।

Advertisement

কয়েক দিন ধরেই জম্মু-কাশ্মীরে থমথমে পরিস্থিতি। বন্ধ কেবল-ইন্টারনেট পরিষেবা। মোবাইল, ল্যান্ডফোনও কাজ করছে না। গ্রেফতার করা হয়েছে উপত্যকার প্রধান রাজনৈতিক দলের নেতৃত্বকে। দফায় দফায় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে দুর্গ বানিয়ে দেওয়া হয়েছে কাশ্মীরকে। তবে এই মূহূর্ত পর্যন্ত অশান্তির কোনও খবর না মিললেও তার সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছে না কেন্দ্র। পরিস্থিতি সামলানোর জন্য ডোভালকে গত কয়েকদিন থেকেই শ্রীনগরে রাখা হয়েছে। প্রশাসনিক ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলেই মনে করা হচ্ছে। রিপোর্ট ডোভাল জানিয়েছেন, এখনও পর্যন্ত উপত্যকায় বিক্ষোভের কোনও ঘটনা ঘটেনি। সাধারণ মানুষ রোজকার কাজকর্মের জন্য ঘরের বাইরে বার হচ্ছেন। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার সিদ্ধান্তও সেখানকার সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এ দিনই কাশ্মীরের ভিতর ও বাইরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে আলোচনা করেন ডোভাল। কাশ্মীর নিয়ে কেন্দ্রের প্রতিনিধি ডোভালের রিপোর্টে স্বাভাবিক পরিস্থিতির কথা বলা হলেও অনেকেই আশঙ্কা করছেন, উপত্যকায় অশান্তির বীজ লুকিয়ে রয়েছে। নিয়ন্ত্রণ কমে গেলে কী পরিস্থিতি দাঁড়ায়, তা এখনও বোঝা যাচ্ছে না।

ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর জন্য পাক সেনা চেষ্টা করছে বলে জানিয়েছেন সেনার নর্দার্ন কম্যান্ডের শীর্ষ কর্তা লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিংহ। তিনি জানান, কয়েক দিন ধরেই নিয়ন্ত্রণরেখার ও পাশের কিছু জায়গায় জঙ্গিদের জমায়েত হয়েছে। পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের মধ্যে দিয়ে এঁদের এ পাশে পৌঁছনোর সুযোগ করে দিচ্ছে। গোটা ভারতে জঙ্গি কার্যকলাপ ছড়িয়ে দেওয়া, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে জম্মু-কাশ্মীরে গুজব ছড়ানোর চেষ্টা চলছিল। এ সব চ্যালেঞ্জের মোকাবিলা করা ও সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ বিলোপের বিল পাশের পরে উদ্ভূত পরিস্থিতি সামলোনোর ব্যাপারে আজ শ্রীনগরে সেনার কোর গ্রুপের বৈঠক বসেছিল। পরে সেনাবাহিনীর তরফে জানানো হয়, যে কোনও পরিস্থিতির মোকাবিলার জন্য তারা প্রস্তুত।

Advertisement

এ দিনই শ্রীনগরে যোজনা কমিশনের প্রধান সচিব রোহিত কানসাল জানান, জম্মু-কাশ্মীরে আগামী তিন মাসের মতো পর্যন্ত খাদ্য মজুত রয়েছে। তিনি বলেন, ‘‘চাল, গম, মাংস, ডিম, জ্বালানি তিন মাসেরও বেশি সময় চলার মতো রয়েছে। এই সব খাবার বণ্টনও করা হচ্ছে। উপত্যকায় খাবারের ঘাটতি হওয়ার কোনও সম্ভাবনা নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement