পুঞ্চে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই সেনার। ছবি: পিটিআই।
জম্মুর পুঞ্চে জঙ্গিদমন অভিযান চালানোর সময় সেনার উপর হামলা চালাল জঙ্গিরা। দু’পক্ষের মধ্যে গুলির লড়াইয়ে নিহত হন এক সেনাকর্তা এবং চার জওয়ান।
জঙ্গিদের জড়ো হওয়ার খবর গোপন সূত্রে পাওয়ার পর সোমবার সকালে সুরানকোটের ডেরা কি গলিতে অভিযান চালায় সেনা। তখনই তাদের উপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দু’পক্ষের মধ্যে বেশ কিছু ক্ষণ এই সংঘর্ষ চলে। সেই ঘটনায় সেনার জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং চার জওয়ান গুরুতর জখম হন। পরে তাঁদের মৃত্যু হয়।
সেনা সূত্রে খবর, প্রচুর অস্ত্রশস্ত্র-সমেত এক দল জঙ্গির লুকিয়ে থাকার খবর পাওয়ার পরই অভিযান চালানো হয়। জঙ্গিরা চার্মার জঙ্গলে আশ্রয় নিয়েছিল। তবে জঙ্গিরা সংখ্যায় কত জন ছিল সে বিষয়ে জানা যায়নি। জঙ্গলের মধ্য দিয়েই সীমান্তরেখার দিকে জঙ্গিরা পালিয়েছে বলে ধারণা সেনার। জঙ্গিদের খোঁজে চার্মার জঙ্গলে চল্লাশি চালানো হচ্ছে।
সোমবার সকালেই দু’টি পৃথক ঘটনায় অনন্তনাগ এবং বান্দিপোরায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়।