Immunity Booster

Booster Dose: কেউ ঘুরপথে বুস্টার ডোজ় নিলে ব্যবস্থা

রবিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার এক অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২১ ০৭:৩০
Share:

প্রতীকী ছবি।

করোনা প্রতিষেধকের দু’টি ডোজ় নেওয়ার পরেও বাড়তি সাবধানতা হিসেবে অনেকে বুস্টার ডোজ় নিতে চাইছেন। বিষয়টি নিয়ে স্বাস্থ্য ভবনেও আবেদন করেছেন কেউ কেউ। আবার অনেকে ঘুরপথেও চেষ্টা চালাচ্ছেন বলে স্বাস্থ্য দফতরের কাছে খবর আছে। রাজ্য সরকার অবশ্য এখনও পর্যন্ত বুস্টার ডোজ়ের ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি।

Advertisement

রবিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার এক অনুষ্ঠানে এ কথা জানান স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। তিনি জানান, ঘুরপথে বুস্টার ডোজ় নিতে গিয়ে কেউ ধরা পড়লে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাস্থ্য অধিকর্তা বলেন, "বুস্টার ডোজ় দেওয়ার বিষয়ে এখনও আইসিএমআরের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, নির্দেশও আসেনি। তাই রাজ্য সরকারেরও এই ধরনের কোনও পরিকল্পনা নেই।"

Advertisement

তবে স্বাস্থ্য দফতর জানিয়েছে, তাদের পর্যবেক্ষণ অনুসারে, রাজ্যে এক শ্রেণির প্রথম সারির করোনাযোদ্ধার মধ্যে বুস্টার ডোজ় নেওয়ার প্রবণতা ভালমতোই দেখা যাচ্ছে। অনেকে নতুন মোবাইল ব্যবহার করে বুস্টার ডোজ় নেওয়ার চেষ্টা করছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement