Murder

বন্ধ ঘরের মধ্যে ড্রাম, তার ভিতর মহিলার দেহাংশ, পুলিশ বলছে, এক বছরের পুরনো

ভাড়াটে অনেক দিন ধরে ভাড়া দিচ্ছিলেন না। তাঁর খোঁজও মিলছিল না। রেগেমেগে ভাড়া দেওয়া ঘর খোলেন বাড়ির মালিক। ঘর খুলে যা দেখলেন, তাতে বিস্মিত তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২২ ১৭:৪১
Share:

অন্ধ্রপ্রদেশের একটি বন্ধ ভাড়াবাড়ি থেকে মিলল মহিলার দেহাংশ। ছবি: প্রতীকী

শ্রদ্ধাকাণ্ডের রেশ এখনও কাটেনি। চলছে তদন্ত। তারই মধ্যে শিরোনামে উঠে এল যার সঙ্গে মিল রয়েছে ওই হত্যাকাণ্ডের। তবে ঘটনার বয়স অন্তত এক বছর। বিশাখাপত্তনম পুলিশের ধারণা অন্তত সে রকমই। অন্ধ্রপ্রদেশের একটি বন্ধ ভাড়াবাড়ি থেকে মিলল মহিলার দেহাংশ। ঘরের ভিতর একটি ড্রামে রাখা ছিল সেই দেহাংশ।

Advertisement

ভাড়াটে অনেক দিন ধরে ভাড়া দিচ্ছিলেন না। তাঁর খোঁজও মিলছিল না। রেগেমেগে ভাড়া দেওয়া ঘর খোলেন বাড়ির মালিক। আর দেখেন ভিতরে পড়ে রয়েছে মহিলার দেহাংশ। বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার শ্রীকান্ত বলেন, ‘‘বিশাখাপত্তনমের মাদুরাভাড়ার ঘটনা। বাড়ির মালিক জোর করে ভাড়া দেওয়া ঘরে ঢোকেন। তার পরেই এই ঘটনা প্রকাশ্যে আসে।’’

কমিশনার শ্রীকান্তের কথায়, ‘‘২০২১ সালের জুনে বাড়ির ভাড়া না মিটিয়েই তা ছেড়ে চলে যান ওই ভাড়াটে। জানিয়েছিলেন, স্ত্রী সন্তানসম্ভবা। বাড়ির মালিক জানিয়েছিলেন, তার পরেও এক বার পিছনের দরজা দিয়ে নিজের ঘরে ঢুকেছিলেন ওই ভাড়াটে। কিন্তু ভাড়া দেননি। এক বছরেরও বেশি সময় অপেক্ষা করার পর সোমবার জোর করেই বাড়ির মালিক দরজা ভেঙে ঢুকে পড়েন। দেখেন, ঘরের মধ্যে একটি ড্রামে রয়েছে মহিলার দেহাংশ।’’

Advertisement

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এক বছর আগেই কাটা হয়েছিল দেহ। শ্রীকান্ত বলেন, ‘‘আমাদের সন্দেহ ওই দেহাংশ ভাড়াটের স্ত্রীর। বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement