(বাঁ দিকে) অমৃতপাল সিংহ। শেখ আব্দুল রশিদ (ডান দিকে)। — ফাইল চিত্র।
জেলবন্দি অবস্থাতেই নির্দল প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচনে জিতেছেন তাঁরা। এর পরেই পঞ্জাবের অমৃতপাল সিংহ এবং কাশ্মীরের শেখ আব্দুল রশিদ ওরফে ইঞ্জিনিয়ার রশিদের সাংসদ পদে শপথ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে প্যারোলে মুক্তি পেয়ে শুক্রবার সাংসদ পদে শপথ নিলেন তাঁরা।
কড়া নিরাপত্তার ঘেরাটোপে শুক্রবার সংসদ ভবনে খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে অভিযুক্ত অমৃতপাল এবং কাশ্মীরে সন্ত্রাসে আর্থিক মদতের অভিযোগে ধৃত রশিদ সাংসদ হিসাবে শপথবাক্য পাঠ করেন। লোকসভা নির্বাচনে পঞ্জাবের খাদুর সাহিব আসনে জয়ী হয়েছেন অমৃতপাল। কংগ্রেসের কুলবীর সিংহ জিরাকে এক লক্ষ ৯৭ হাজার ১২০ ভোটে হারিয়েছেন তিনি।
অন্য দিকে, জম্মু ও কাশ্মীরের বারামুলা লোকসভা কেন্দ্রে ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে দু’লক্ষেরও বেশি ভোটে হারিয়েছেন রশিদ। বিচ্ছিন্নতাবাদী খলিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এবং থানায় হামলা চালানোর অভিযোগে ২০২৩ সালের ২৩ এপ্রিল পঞ্জাবের মোগা থেকে গ্রেফতার করা হয়েছিল অমৃতপালকে। এর পর নিরাপত্তাজনিত কারণে অসমের ডিব্রুগড় জেলে পাঠানো হয়েছিল তাঁকে। অন্য দিকে, ২০১৯ সাল থেকে রশিদ এনআইএ-র মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসে অর্থসাহায্যের অভিযোগ রয়েছে।