Amit Shah

Amit Shah: সমবায় আন্দোলন দরিদ্র ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নের মূল মন্ত্র: অমিত শাহ

অমিত শাহ বলেন, ‘‘ভারতের অন্তরঙ্গ অংশ হিসাবে গড়ে উঠেছে এই সমবায় আন্দোলন। অন্য কোনও দেশ থেকে এই বিষয়টি ভারতে আসেনি। ’’

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৪
Share:

নিজস্ব চিত্র

শনিবার দেশের প্রথম জাতীয় সমবায় সম্মেলনে দাঁড়িয়ে সমবায় আন্দোলনের গুরুত্ব ফের মনে করিয়ে দিলেন অমিত শাহ। অমিত দেশের প্রথম সমবায় মন্ত্রকের মন্ত্রী। তিনি বললেন, ‘‘দেশের দরিদ্র ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সমবায় আন্দোলন। কারণ, দেশের ৯১ শতাংশ গ্রাম বিভিন্ন ছোট-বড় সমবায় গোষ্ঠীর কাজের এলাকার মধ্যে পড়ে। সেই কারণেই পিছিয়ে পড়া মানুষের সম্বল হতে পারে সমবায় সংগঠনগুলি।’’

অমিত শাহ মনে করিয়ে দেন, ‘‘ভারতের অন্তরঙ্গ অংশ হিসাবে গড়ে উঠেছে এই সমবায় আন্দোলন। অন্য কোনও দেশ থেকে এই বিষয়টি ভারতে আসেনি। দীর্ঘ দিন ধরে এই আন্দোলন দেশের সংস্কৃতিরই অঙ্গ থাকবে। যখন কোনও অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়েছে, তখনই বিভিন্ন সমবায় সংগঠন সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে। সমবায় ব্যাঙ্ক সবসময় সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিশেষত নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে। কারণ, সমবায় ব্যাঙ্ক মানুষের সংস্কৃতি ও আত্মার সঙ্গে মিশে গিয়েছে।’’

Advertisement

ভার্চুয়াল সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানিয়েছেন অমিত। সমবায় আন্দোলনকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী যে আলাদা সমবায় মন্ত্রক তৈরি করেছেন, তার জন্য ধন্যবাদ দিয়েছেন তিনি। বলেছেন, ‘‘অনেকেই বলেন, সমবায় রাজ্যের বিষয়। আমি বলতে চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মন্ত্রক তৈরি করেছেন, তা বিভিন্ন রাজ্যের সঙ্গে যৌথ ভাবেই কাজ করবে। কোনও রকম দ্বিধা না রেখেই কাজ করবে কেন্দ্র।’’ এই সম্মেলনে প্রায় ছ’কোটি মানুষ অংশ নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement