সংগৃহীত ছবি
ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের পরিপ্রেক্ষিতে পঞ্জাবে বিধিনিষেধের সময়সীমা আরও বাড়ল। ৩১ মে পর্যন্ত বর্তমান বিধিনিষেধ বাড়ানোর কথা ঘোষণা করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। তিনি সমস্ত বিধিনিষেধ কঠোরভাবে প্রয়োগের নির্দেশও দিয়েছেন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জেলাশাসকরা দোকান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। গ্রামীণ অঞ্চলে কোভিডের সংক্রমণ রোধে অন্য বিধিনিষেধ প্রয়োগ করবেন। স্থানীয় অবস্থার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পঞ্জাবে শনিবার ৬ হাজার ৮৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার মৃত্যু হয়েছে ২১৭ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার ৬৯৩ জনের।