Ajit Doval

কাশ্মীরে ফের হামলার ছক জঙ্গিদের, বাহিনীকে সতর্ক করলেন দোভাল

হামলার ছক কষছে জইশ ই মহম্মদ ও লস্কর ই তইবা। তা নিয়ে উপত্যকার নিরাপত্তা বাহিনীকে সতর্ক করেছেন অজিত দোভাল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মে ২০২০ ১৫:৫৭
Share:

অজিত দোভাল। —ফাইল ছবি

অপারেশন ‘জ্যাকপট’। সেই অভিযানেই বুধবার পুলওয়ামার বেইগপুরায় নিহত হয়েছে কাশ্মীরে হিজবুল মুজাহিদিনের শীর্ষ নেতা রিয়াজ নাইকু। শনিবার পাঁচ ঘণ্টার দীর্ঘ বৈঠকে সে দিনের সফল অভিযানের প্রশংসা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কিন্তু, সীমান্ত পেরিয়ে হামলার ছক কষছে জইশ ই মহম্মদ ও লস্কর ই তইবার মতো একাধিক জঙ্গি সংগঠন। তা নিয়ে উপত্যকার নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে দিয়েছেন তিনি। সমস্ত বাহিনীর মধ্যে সমন্বয় গড়ে তোলার পরামর্শও দিয়েছেন। তার পাশাপাশি জঙ্গিদের গতিবিধি সম্পর্কে সাধারণ মানুষের থেকে খবর জোগাড় করার ব্যাপারেও জোর দিয়েছেন দোভাল।

ওই দিন সেনা কমান্ডার, আধা সেনার কর্তা ও গোয়েন্দা বিভাগের কর্তাদের সঙ্গে বৈঠক করেন অজিত দোভাল। বৈঠকের বিষয় ছিল, উপত্যকায় বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের পুনর্মূল্যায়ন করা। করোনা আবহের মধ্যে কাশ্মীরে হিংসা নিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান টুইটে দাবি করে বসেন, এটা ‘কাশ্মীরিদের নিজস্ব প্রতিরোধ।’ ‘ভারত অভিযান চালানোর ছুতো খুঁজছে’ বলেও অভিযোগ করেন তিনি। আর এর পরই পশ্চিম সীমান্তে পাক বিমানবাহিনীর সক্রিয়তা অনেকটা বেড়েছে। সে কথা বৈঠকে উঠে আসে। নয়াদিল্লির অবশ্য বরাবরের মত, কাশ্মীরে হিংসাত্মক কার্যকলাপ চালানোর জন্য জঙ্গি সংগঠনকে মদত দেয় পাকিস্তান। কিন্তু চাপে পড়লে তা অস্বীকার করে। ডোভালের বৈঠকে উপস্থিত এক শীর্ষ কর্তা বলছেন, চলতি বছরে হিংসাত্মক কার্যকলাপ আরও বাড়ানোর পরিকল্পনা করছে পাকিস্তান। সেই সঙ্গে কাশ্মীরকে আন্তর্জাতিক ইস্যু করে তোলার চেষ্টাও চালাচ্ছে ইসলামাবাদ। তাঁর মতে, এই সময়ে পাকিস্তান বিমান বাহিনীর আচমকা সক্রিয়তা সেই দিকেই আঙুল তুলছে।

বৈঠকে উপত্যকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান আরও ধারাল করার নির্দেশ দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সীমান্তে নজরদারির ফাঁকফোকর গলে জঙ্গিরা যাতে এ পারে প্রবেশ করতে না পারে সে দিকেও জোর দিতে বলেছেন তিনি। এ জন্য সীমান্ত ও কাশ্মীর উপত্যকা দুই জায়গাতেই অভিযান চালানোর উপর আরও জোর দেওয়া হবে।

Advertisement

আরও পড়ুন: করোনায় আক্রান্ত এয়ার ইন্ডিয়ার ৫ বিমানচালক-সহ ৭​

গোয়েন্দা সূত্রে খবর, ১১ মে জইশ ই মহম্মদ, লস্কর ই তইবা ও হিজবুল কাশ্মীরে একসঙ্গে বড়সড় হামলার পরিকল্পনা করেছে। গোয়েন্দারা আরও জানিয়েছেন, গত তিন সপ্তাহের মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত লঞ্চ প্যাডগুলিতে জঙ্গিদের উপস্থিতি অস্বাভাবিক রকম বেড়েছে। এই মুহূর্তে প্রায় ৪৫০ জঙ্গি ওই সব লঞ্চ প্যাডগুলিতে রয়েছে বলেও খবর। গোয়েন্দাদের দাবি, লস্কর ই তইবার ২৪৪ জন ও জইশ ই মহম্মদের ১২৯ জন সদস্য ওই লঞ্চ প্যাডগুলিতে রয়েছে। হিজবুলেরও ৬২ জন সদস্য যোগ দিয়েছে। জঙ্গি নাশকতা বন্ধ করতে সমস্ত বাহিনীর মধ্যে সমন্বয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন অজিত ডোভাল।

Advertisement

আরও পড়ুন: লকডাউনের ভবিষ্যৎ কী? সোমবার মোদীর বৈঠক মুখ্যমন্ত্রীদের সঙ্গে​

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement