Delhi Assembly Election 2025

দিল্লি বিধানসভা ভোটে কেজরীওয়ালের জন্যই জোট হয়নি! দাবি বর্ষীয়ান কংগ্রেস নেতার

লোকসভা নির্বাচনে দিল্লি, হরিয়ানা এবং গুজরাতে জোট করে লড়েছিল আম আদমি পার্টি (আপ) এবং কংগ্রেস। হরিয়ানাতে কংগ্রেস পাঁচ আসন জিতলেও, দিল্লিতে খাতা খুলতে পারেনি বিরোধী জোট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ২০:২৬
Share:

আপ প্রধান অরবিন্দ কেজরীওয়াল। —ফাইল চিত্র।

কংগ্রেস চেয়েছিল দিল্লিতে জোট করে লড়তে। কিন্তু অরবিন্দ কেজরীওয়াল তা চাননি! সেই কারণেই দিল্লির বিধানসভা নির্বাচনে একলা হাঁটছে কংগ্রেস এবং আম আদমি পার্টি (আপ)। এমনটাই দাবি করলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা অজয় মাকেন।

Advertisement

শনিবার কংগ্রেসের নতুন সদর দফতর ইন্দিরা ভবনে সাংবাদিক বৈঠকে আপের সমালোচনা করেন অজয়। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সঙ্গীদের বার্তা দিয়ে তিনি বলেন, ‘‘মানুষের বোঝা উচিত যে, কংগ্রেসকে দুর্বল করে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে না।’’ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয়ের দাবি, হরিয়ানা এবং দিল্লি— দুই বিধানসভা নির্বাচনেই কংগ্রেস চেয়েছিল আপের সঙ্গে জোট করে লড়তে। কিন্তু কেজরীওয়ালই তা হতে দেননি। অজয়ের কথায়, ‘‘জেল থেকে বেরিয়ে আসার পর কেজরীওয়াল ঘোষণা করেছিলেন, আপ হরিয়ানার ৯০ আসনে একা লড়বে। আমরা জোটে লড়ার ব্যাপারে আলোচনায় অনেক দূর এগিয়েছিলাম, কিন্তু কেজরীওয়ালের কথায়, তা ভেস্তে যায়।’’

লোকসভা নির্বাচনে দিল্লি, হরিয়ানা এবং গুজরাতে জোট করে লড়েছিল আপ এবং কংগ্রেস। হরিয়ানাতে কংগ্রেস পাঁচটি আসন জিতলেও, দিল্লিতে খাতা খুলতে পারেনি বিরোধী জোট। অজয়ের কথায়, ‘‘লোকসভা ভোটের পরই কেজরীওয়াল বলেছিলেন, দিল্লিতে একা লড়াই করব।’’ ২০১৪, ২০১৯ এবং ২০২৪— পর পর তিনটি লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল জয় পায়। সেই কথা উল্লেখ করে অজয় বলেন, ‘‘শীলা দীক্ষিত (দিল্লির প্রয়াত মুখ্যমন্ত্রী) ক্ষমতায় ছিলেন যখন, তখন কংগ্রেস দিল্লিতে সাতটি লোকসভা আসনের মধ্যে সব ক’টিতে জিতেছে। আমরাই দিল্লিতে বিজেপিকে থামিয়েছিলাম। আমরা জানি, দিল্লির বিধানসভা নির্বাচনে যারা জিতবে, লোকসভা নির্বাচনে তারাই জয় পাবে। কিন্তু আপ ক্ষমতায় আসার পর থেকে বিজেপি দিল্লিতে সাতটি আসনেই জিতছে।’’

Advertisement

২০১৫ সাল থেকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে আপ। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৬২টিতেই জিতেছিল তারা। মাত্র ৮টি আসন পায় বিজেপি। গত ২৬ বছরের চেষ্টাতেও দিল্লির ‘গড়’ ভাঙতে পারেনি কেন্দ্রে টানা তিন বার জিতে আসা দল! খাস রাজধানীতে বার বারই হেরে গিয়েছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement