Indian Air Force

খসে পড়ল ভারতীয় যুদ্ধবিমানের ‘এয়ার স্টোর’! পোখরানে ‘দুর্ঘটনা’য় তদন্ত শুরুর নির্দেশ, কী হয়েছিল?

ঘটনাটি ঘটে বায়ুসেনার যুদ্ধবিমানের দৈনন্দিন মহড়া চলাকালীন। সাধারণত যুদ্ধ বিমানের বাইরের অংশে গোলাগুলি, বোমা এবং সেনা ব্যবহৃত অন্যান্য সামগ্রী থাকে। যা সাধারণত যুদ্ধের সময়ে বা অস্ত্র পরীক্ষার মহড়ার সময়েই কাজে লাগে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৪ ১৮:৪৯
Share:

পোখরানেই ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বায়ুসেনা। ছবি: সংগৃহীত।

ভারতীয় যুদ্ধ বিমান থেকে আচমকাই খসে পড়ল ‘এয়ার স্টোর’! রাজস্থানের পোখরান সীমান্তে প্রযুক্তিগত গোলযোগের কারণেই ওই ঘটনা ঘটেছে বলে বুধবার জানিয়েছে ভারতীয় বায়ু সেনা। সেই সঙ্গে জানিয়েছে, ওই ঘটনায় জনবসতিতে কোনও প্রভাব পড়েনি। কেউ আহত হননি বা সম্পত্তির ক্ষয়ক্ষতিও হয়নি।

Advertisement

ঘটনাটি ঘটে বায়ুসেনার যুদ্ধবিমানের দৈনন্দিন মহড়া চলাকালীন। সাধারণত যুদ্ধ বিমানের বাইরের অংশে গোলাগুলি, বোমা এবং সেনা ব্যবহৃত অন্যান্য সামগ্রী থাকে। যা সাধারণত যুদ্ধের সময়ে বা অস্ত্র পরীক্ষার মহড়ার সময়েই কাজে লাগে। সাধারণত ওই অংশকে ‘এয়ার স্টোর’ বলা হয়। বায়ু সেনা জানিয়েছে, দুর্ঘটনাবশত সেই অংশ খসে পড়ে পোখরান সীমান্তে। যদিও খসে পড়া অংশে কী কী মজুত ছিল, তা স্পষ্ট করেনি বায়ুসেনা।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পোখরানের কাছেই রামদেওড়া থানার সাব ইনস্পেক্টর শঙ্কর লাল বলেন, ‘‘স্থানীয় বাসিন্দাদের অনেকেই প্রচণ্ড জোরে আওয়াজ শুনে আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। অনেকেই শব্দের আন্দাজে ঘটনাস্থলের দিকে ছুটে যান। সেখানে কিছু টুকরো টুকরো জিনিস পড়ে থাকতে দেখেন তারা। তবে সেগুলো কী, তা ঠাহর করা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement