কাঠুয়ার হীরানগর থেকে এই বেলুনটিকে উদ্ধার করেছে পুলিশ। ছবি: পিটিআই।
জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় শনিবার সকালে একটি বিমানের আকারের বেলুন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সাদা এবং কালো রঙের ওই বেলুনে আবার পাকিস্তান বিমান সংস্থা ‘পিআইএ’-র নাম লেখা। ফলে বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ায় হীরানগরে। এর পর স্থানীয়েরাই পুলিশে খবর দেন।
পুলিশ এসে বেলুনটি উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে বিমানটি এল তা খতিয়ে দেখছে তারা। তবে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, পাকিস্তান থেকে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে উড়ে এসে পড়েছে বেলুনটি। এই প্রথম নয়, এর আগেও এমন ‘রহস্যময়’ বেলুন উড়ে এসে পড়েছে।
গত ফেব্রুয়ারিতে শিমলায় আপেলের একটি বাগানে এ রকমই বিমানের আকারের সাদা-কালো বেলুন দেখতে পাওয়া গিয়েছিল। তাতে ঠিক একই রকম ভাবে পাকিস্তান বিমান সংস্থার নাম লেখা ছিল। গত বছরের অক্টোবরে ‘আই লাভ পাকিস্তান’ লেখা একটি হলুদ রঙের বেলুন কাঠুয়া থেকেই উদ্ধার করেছিল পুলিশ। তাতে ইংরাজি এবং উর্দু দু’ভাষাতেই লেখা ছিল ‘আই লাভ পাকিস্তান’। এ ছাড়াও এ বছরের এপ্রিলে জম্মু-কাশ্মীরের রারা গ্রামেও বিমানের আকারে বেলুন উদ্ধার হয়েছিল। তাতেও উর্দুতে কিছু লেখা ছিল।