woman harassment

রাস্তায় কলেজছাত্রীকে হেনস্থা, যুবককে ধরে জুতোপেটা, মারা হল চড়-থাপ্পড়ও

তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হাতেনাতে ধরা পড়ে যান অভিযুক্ত যুবক। তার পরই যুবককে ধরে মারধর করেন স্থানীয়েরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১০:৫০
Share:

স্থানীয়েরা অভিযুক্তকে ধরে মারধর করছেন। ছবি: সংগৃহীত।

কলেজছাত্রীকে হেনস্থার অভিযোগে এক যুবককে জুতোপেটা করা হল। মারা হল চড়-থাপ্পড়ও। শুক্রবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের উদুপি জেলায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে হস্টেল থেকে হেঁটে কলেজে যাচ্ছিলেন এক তরুণী। তাঁকে অনুসরণ করছিলেন এক যুবক। বেশ কিছু দূর অনুসরণ করার পর রাস্তার একটি ফাঁকা জায়গায় তরুণীকে হেনস্থা করেন বলে অভিযোগ। তরুণী প্রথমে প্রতিবাদ করেন। কিন্তু তার পরেও তাঁকে উত্ত্যক্ত করায় চিৎকার করে স্থানীয়দের জড়ো করেন তরুণী।

তরুণীর চিৎকার শুনে স্থানীয়েরা ছুটে এলে হাতেনাতে ধরা পড়ে যান অভিযুক্ত যুবক। তার পরই যুবককে ধরে মারধর করেন । জুতোপেটা করেন তরুণীও। সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়েরা যখন মারধর করছিলেন, যুবক তাঁদের কাছে কাকুতিমিনতি করতে করতে থাকেন তাঁকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু তাঁর সেই অনুরোধে পাত্তা দেননি তাঁরা।

Advertisement

যুবককে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। এর পর ঘটনাস্থলে পুলিশ এসে যুবককে গ্রেফতার করে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। স্থানীয়েরা জানিয়েছেন, অভিযুক্ত যুবক ওই এলাকার নয়। সামনেই মেয়েদের কলেজ। এই রাস্তা দিয়ে হস্টেল থেকে অনেক ছাত্রীই কলেজে যাতায়াত করেন। এই ঘটনার পর এলাকায় নিরাপত্তার দাবি তুলেছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement