Georgia

কাজের জন্য ছ’মাস আগে গিয়েছিলেন লুধিয়ানা থেকে, জর্জিয়ায় রেস্তরাঁয় ঘুমের মধ্যে প্রাণ গেল সমীরের

জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, নিহতদের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। পুলিশ বলছে, কার্বন মনোক্সাইড গ্যাসের জেরেই ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে ওই রেস্তরাঁর কর্মীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১৮:১৮
Share:

মৃত সমীর কুমার। ছবি: সংগৃহীত।

জর্জিয়ার রেস্তরাঁয় কার্বন মনোক্সাইড গ্যাস থেকে মৃত্যু হয়েছে ১১ জন ভারতীয়ের। মৃতদের মধ্যে রয়েছেন ২৬ বছরের সমীর কুমার, যিনি ছ’মাস আগেই লুধিয়ানা থেকে কাজের জন্য গিয়েছিলেন জর্জিয়ায়। যে রেস্তরাঁয় দুর্ঘটনা হয়েছে, সেই ‘হাভেলি’-তেই কাজ করতেন তিনি। তাঁর পরিবারের অভিযোগ, জর্জিয়ার রাজধানী টিবিলিসির ভারতীয় দূতাবাসে সাহায্য চেয়েও পাননি তাঁরা।

Advertisement

সমীরের ভাই গুরদীপ কুমার জানিয়েছেন, শনিবার জন্মদিন ছিল ভাইয়ের। মায়ের সঙ্গে ফোনে কথা বলে ঘুমোতে গিয়েছিলেন। তার পরে আবার ফোন করা হলে সাড়া দেননি সমীর। গুরদীপের কথায়, ‘‘সমীর যে রেস্তরাঁয় কাজ করত, তার নম্বর ইন্টারনেটে দেখে ফোন করেছিলাম। রেস্তরাঁর ম্যানেজার দুর্ঘটনার কথা জানান। ১২ জনের মৃত্যুর খবর দেন, যার মধ্যে ছিল আমার ভাইও।’’

জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, নিহতদের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কার্বন মনোক্সাইড গ্যাসের জেরেই ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে ওই রেস্তরাঁর কর্মীদের। ওই ভবনেরই তৃতীয় তলের একটি ঘরে সকলের দেহ মিলেছে বলে জানিয়েছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক। তারা আরও জানিয়েছে, ঠিক কী কারণে মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। টিবিলিসিতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তাদের সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement