IAF

খসে পড়ল জ্বালানি ট্যাঙ্ক, একটুর জন্য প্রাণহানি এড়াল তেজস

তাঁদের বিবরণ থেকে জানা গিয়েছে, যেখানে জ্বালানি ট্যাঙ্কটি পড়ে, সেখানে ছোটখাটো আগুনও ধরে গিয়েছিল। ঘটনার অভিঘাতে তিন ফুট গভীর গর্তও হয়ে গিয়েছে মাঠে।

Advertisement

সংবাদ সংস্থা

কোয়ম্বত্তূর শেষ আপডেট: ০২ জুলাই ২০১৯ ১৫:৩০
Share:

দুর্ঘটনাগ্রস্ত বিমানের অংশ। ছবি : পিটিআই

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়াল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। এ বার খসে পড়ল এলসিএ তেজস ফাইটার জেটের জ্বালানি ট্যাঙ্ক। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে কোয়ম্বত্তূরের কাছে ইরুগুর গ্রামে।

Advertisement

গ্রামের একটি ফাঁকা মাঠে উড়ন্ত এলসিএ তেজস ফাইটার জেটের ১২০০০ লিটার জ্বালানি বহনকারী বাড়তি ট্যাঙ্কটি পড়ে যায়। ঘটনায় হতচকিত সেখানে কর্মরত কৃষকরা। তাঁদের বিবরণ থেকে জানা গিয়েছে, যেখানে জ্বালানি ট্যাঙ্কটি পড়ে, সেখানে ছোটখাটো আগুনও ধরে গিয়েছিল। ঘটনার অভিঘাতে তিন ফুট গভীর গর্তও হয়ে গিয়েছে মাঠে। তবে দুর্ঘটনা সত্ত্বেও বায়ুসেনার নিকটবর্তী সুলুর বিমানঘাঁটিতে বিমানটি নিরাপদে অবতরণ করতে পেরেছে। বায়ুসেনার তরফে‌ জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে ।

আরও পড়ুন : কার ছেলে না দেখে দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত, আকাশ বিজয়বর্গীয় কাণ্ডে বললেন মোদী

Advertisement

চলতি বছরে গত মাসেই অরুণাচল প্রদেশে এএন-৩২ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন বায়ুসেনা কর্মী। তিন বছরে ভারতীয় বায়ুসেনা ২৭টি বিমান বিভিন্ন দুর্ঘটনায় ধ্বংস হয়েছে। তার মধ্যে যুদ্ধবিমান ও হেলিকপ্টার মিলিয়ে ছিল সংখ্যাটি ছিল ১৫। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী শিরপাদ নায়েক সংসদে জানিয়েছেন, ১১টি দুর্ঘটনার ক্ষেত্রে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল মোট ৫২৪কোটি ৬৪ লক্ষ টাকা। ২০১৬-১৭ আর্থিক বর্ষে বায়ুসেনার ছ’টি যুদ্ধবিমান, দু’টি হেলিকপ্টার, একটি পণ্যবাহী বিমান, একটি ট্রেনার এয়ারক্র্যাফ্ট দুর্ঘটনার শিকার হয়। ২০১৭-১৮ আর্থিক বর্ষে দুর্ঘটনার মাসুল দু’টি যুদ্ধবিমান, একটি প্রশিক্ষণ বিমান। পরের আর্থিক বর্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ এক লাফে বেড়ে যায় অনেকটাই। সে বছর ভারতীয় বায়ুসেনাকে হারাতে হয় সাতটি যুদ্ধবিমান, দুটি হেলিকপ্টার এবং দুটি ট্রেনার এয়ারক্র্যাফ্ট। এই খতিয়ানে রয়েছে অভিনন্দন-কাণ্ডও। পাকিস্তানি বায়ুসেনার যুদ্ধবিমানকে তাড়াতে গিয়ে পাইলট অভিনন্দনের মিগ-২১ ঢুকে পড়ে পাক অধিকৃত কাশ্মীরে । শত্রুপক্ষ থেকে অভিনন্দনের দেশে ফেরার ঘটনাপ্রবাহে আরও একটি ঘটনা কিছুটা চাপা পড়ে গিয়েছে। তা হল, ওইদিনই মিগ-১৭ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ছ’জন বায়ুসেনাকর্মী ।

আরও পড়ুন : কাশ্মীরে ‘নতুন’ পথে হাঁটার ইঙ্গিত অমিতের​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement