Delhi Assembly Election 2025

‘তিনটি প্রতিশ্রুতি পূরণ করতে পারিনি’, দিল্লির বিধানসভা ভোটের আগে কবুল করলেন কেজরী!

আগামী বছর ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা ভোট হওয়ার কথা। সে ক্ষেত্রে ডিসেম্বরের শেষে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। কেজরীর দল দু’দফায় ৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৩
Share:

অরবিন্দ কেজরীওয়াল। —ফাইল চিত্র।

পাঁচ বছর আগে বিধানসভা ভোটের সময় তাঁর দল দিল্লির আমজনতাকে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, তার তিনটি পূরণ করা সম্ভব হয়নি। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ) সভাপতি অরবিন্দ কেজরীওয়াল এ কথা জানিয়েছেন।

Advertisement

কেন পাঁচ বছরে দিল্লির আপ সরকার ওই তিন অঙ্গীকার পালনে ব্যর্থ হয়েছে, ‘ইন্ডিয়া টুডে’ আয়োজিত এক আলোচনাসভায় সে ব্যাখ্যাও দিয়েছেন কেজরী। তিনি বলেন, ‘‘আমরা যে তিনটি প্রতিশ্রুতি পূরণ করতে পারিনি, তার দু’টি প্রাথমিক কারণ রয়েছে। ২০২০ সালের বিধানসভা ভোটের পর প্রথম আড়াই-তিন বছর কোভিড অতিমারির ধাক্কা সামলাতে হয়েছে। পরবর্তী সময়ে সরকারে মন্ত্রী এবং জনপ্রতিনিধিদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছে। আমিও বাদ পড়িনি।’’

কিন্তু কোন তিনটি প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে তাঁর দল? কেজরীর ব্যাখ্যা— ‘‘প্রথমত, যমুনা নদীর সাফাই এবং দূষণ রোধ। দ্বিতীয়ত, দিল্লির প্রতিটি পরিবারের জন্য বিশুদ্ধ পানীয় জল এবং তৃতীয়ত, দিল্লির সমস্ত সড়ককে ইউরোপীয় মান অনুযায়ী গড়ে তোলা।’’ আগামী বছর ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা ভোট হওয়ার কথা। সে ক্ষেত্রে ডিসেম্বরের শেষে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। তার আগে কেজরীর এই ‘স্বীকারোক্তি’ নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

দিল্লির বিধানসভা কেজরীর দল ইতিমধ্যেই দু’দফায় ৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। তার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ কংগ্রেস বা বিজেপি ছেড়ে আসা নেতা। তাৎপর্যপূর্ণ ভাবে কেজরীর নাম এখনও প্রার্থী হিসাবে ঘোষণা করেনি আপ! ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। বিজেপি পেয়েছিল আটটি আসন। আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরী সাড়ে ন’বছর মুখ্যমন্ত্রিত্ব সামলানোর পরে গত সেপ্টেম্বরে ইস্তফা দেন। তাঁর স্থলাভিষিক্ত হয়েছিলেন আতিশী মার্লেনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement