Aamir Khan

সাঁতার কাটতে দিতে চাইতেন না আমির মেয়েকে, কিন্তু কেন জানালেন ইরা

বিভিন্ন সময় জানিয়েছেন, বাবা হিসেবে তেমন কিছু করে উঠতে পারেননি সন্তানদের শৈশবকালে। কিন্তু মেয়ে ইরার কী মত?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ২০:০৯
Share:

বাবা হিসেবে কেমন আমির? ছবি: সংগৃহীত।

বাবা আমির খানের সঙ্গে গভীর বন্ধুত্বের সম্পর্ক কন্যা ইরার। রিনা দত্ত ও আমির খানের মেয়ে তিনি। রীনা ও আমিরের বিচ্ছেদ হলেও দুই পরিবারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক রয়েছে। যদিও এক সময়ে নিজের কর্মজীবন নিয়ে অসম্ভব ব্যস্ত ছিলেন আমির। সময় দিতে পারেননি ছেলে-মেয়েকে। তা নিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন অভিনেতা। বিভিন্ন সময় জানিয়েছেন, বাবা হিসেবে তেমন কিছু করে উঠতে পারেননি সন্তানদের শৈশবকালে। কিন্তু মেয়ে ইরার কী মত?

Advertisement

ইরা অবশ্য বাবার প্রশংসায় পঞ্চমুখ। তাঁর মতে, আমির ভীষণ যত্নশীল, তিনি থেকে দূরে থাকলেও সব দিকে তাঁর বাবার নজর ছিল। মেয়ের প্রতি এতটাই দুর্বল ছিলেন যে, তাঁকে আমির জলে নামতে দিতেন না, সাঁতার কাটতে দিতে ভয় পেতেন। ইরার কথায়, “বাবা আসলে নিজে সাঁতার জানে না। এ দিকে আমি ৩ বছর বয়স থেকে সাঁতার জানি। তাও কোমর জলের বেশি যেতে দেবে না। আসলে বাবা হিসেবে ভীষণ যত্নশীল।’’ তবে এখানেই ক্ষান্ত হতেন না আমির। ইরা জানান, স্কুলেও নিয়মিত খোঁজ খবর নিতেন তিনি। ইরাকে কেউ কোনও ভাবে বিরক্ত করছে কি না, তা নিয়ে যথেষ্ট চিন্তায় থাকতেন আমির। তবে বাবা-মায়ের বিচ্ছেদ মেয়ের উপর কিছুটা প্রভাব ফেলেছিল। দীর্ঘ সময় ধরে অবসাদে ভুগেছেন ইরা। তবে কোভিডের সময় থেকে ছেলে-মেয়েদের সময় দিতে শুরু করেন আমির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement