(বাঁ দিকে) মনোজ সিংহ ওমর আবদুল্লা (ডান দিকে)। —ফাইল চিত্র।
বিতর্ক চলছিল গত কয়েক বছর ধরেই। কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের পর নতুন সরকার গঠন হতেই প্রকাশ্যে চলে এল বিক্ষোভ। যার নিশানা লেফটেন্যান্ট গভর্নর (উপরাজ্যপাল) মনোজ সিংহ। উপলক্ষ, দু’টি সরকারি ছুটি বাতিলের পদক্ষেপ।
তাৎপর্যপূর্ণ ভাবে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স (এনসি) দলের নেতা ওমর আবদুল্লাও এই বিতর্কে উপরাজ্যপাল মনোজের বিরোধিতা করেছেন। বিরোধী নেত্রী পিডিপির মেহবুবা মুফতির সঙ্গে সুর মিলিয়েছেন তিনি। জম্মু ও কাশ্মীরে নতুন বছরে সরকারি ছুটির তালিকায় ‘শের-ই-কাশ্মীর’ শেখ আবদুল্লার জন্মদিন ৫ ডিসেম্বর এবং ১৩ জুলাইয়ের শহিদ দিবস স্থান না পাওয়ার কারণেই এই বিতর্ক।
ওমরের পিতামহ শেখ আবদুল্লার জন্মদিন গত কয়েক দশক ধরেই জম্মু ও কাশ্মীরে সরকারি ছুটির দিন ছিল। অন্য দিকে, ১৯৩১ সালের ১৩ জুলাই তৎকালীন মহারাজা হরি সিংহের সেনার গুলিতে ২২ জন কাশ্মীরি আন্দোলনকারীর নিহত হওয়ার দিনটিকে ‘শহিদ দিবস’ বা ‘সংহতি দিবস’ হিসাবে পালনের রেওয়াজ রয়েছে। এই আবহে ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর রাজ্যের বিভাজন ঘটিয়ে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন ৩৭০ অনুচ্ছেদ রদের পর নরেন্দ্র মোদী সরকার ওই দু’টি ছুটি বাতিল করে দিয়েছিল। গত বছর বিধানসভা নির্বাচনে এনসি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে দু’টি ছুটি ফিরিয়ে আনা হবে। কিন্তু গত ৩১ ডিসেম্বর উপরাজ্যপাল তাঁর ক্ষমতাবলে বার্ষিক ছুটির যে তালিকা প্রকাশ করেছেন, তাতে ওই দু’টি ছুটি বাতিল রয়ে গিয়েছে। ফলে তৈরি হয়েছে বিক্ষোভ।