ফাইল চিত্র।
নভেম্বরের ১৫ তারিখ থেকে ইরান, পাকিস্তান, আফগানিস্তানের সঙ্গে পণ্যবাহী জাহাজের আমদানি-রফতানি সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল আদানি গোষ্ঠী। সোমবার গুজরাতে আদানিদের বন্দরের সদর দফতর থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। মাস খানেক আগে আদানিদের এক বন্দরে কয়েক হাজার কেজি মাদক বাজেয়াপ্ত হয়। তার জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
একটি বিবৃতি দিয়ে আদানি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, ‘২০২১ সালের ১৫ নভেম্বর থেকে আদানি গোষ্ঠীর বন্দরে ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের কোনও রকম পণ্যবাহী জাহাজের আমদানি-রফতানি করা হবে না। আদানি গোষ্ঠী পরিচালিত সমস্ত বন্দরের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।’
মাস খানেক আগে গুজরাতের মুন্দ্রা বন্দরে ৩০০৪ কেজি ওজনের মাদক-সহ একটি কন্টেনার বাজেয়াপ্ত হয়েছিল। তা নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। নেতিবাচক প্রচারের শিকার হয়েছিল আদানি গোষ্ঠী। তার পরই আদানি গোষ্ঠী এক বিবৃতি দিয়ে জানিয়েছিল, ‘দেশের কোনও বন্দরেই কন্টেনার পরীক্ষা করে দেখা হয় না। শুধু বন্দর পরিচালনা করাই তাদের কাজ। যে ভাবে আদানি গোষ্ঠীর নামে অপপ্রচার চালানো হচ্ছে তা বন্ধ হওয়া উচিত।’