CBI

মোবাইল, কম্পিউটারের পাসওয়ার্ড জানাতে বাধ্য নন অভিযুক্ত, নির্দেশ দিল্লি আদালতের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আবেদন জানানো হয় যে, আদালত যেন নির্দেশ দেয় যাতে অভিযুক্ত ব্যক্তি তাঁর পাসওয়ার্ড তদন্তকারীদের দেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২২ ১৫:২৬
Share:

অভিযুক্তের কম্পিউটারের পাসওয়ার্ড চেয়েছিল তদন্তকারী সংস্থা। প্রতীকী ছবি।

নিজের মোবাইল ও কম্পিউটারের মতো ইলেকট্রনিক ডিভাইসের পাসওয়ার্ড তদন্তকারীদের দিতে বাধ্য নন কোনও অভিযুক্ত। পাসওয়ার্ডের জন্য কোনও অভিযুক্তকে জোর করা যায় না। এক মামলায় সম্প্রতি এমন নির্দেশই দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

Advertisement

সংবাদ সং‌স্থা সূত্রে খবর, একটি তদন্তের ঘটনায় এক অভিযুক্তকে হেফাজতে নিয়েছিল সিবিআই। হেফাজতে থাকাকালীন অভিযুক্তের কম্পিউটার বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযুক্তের কাছ থেকে বাজেয়াপ্ত কম্পিউটার খতিয়ে দেখার জন্য ‘সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি’তে (সিএফএসএল) পাঠিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু অভিযুক্তের কম্পিউটার পাসওয়ার্ড দিয়ে লক করা ছিল। ফলে তা খোলা যায়নি। তাই অভিযুক্তের কম্পিউটারে কী রয়েছে, সে ব্যাপারে জানতে পারেননি তদন্তকারীরা।

পরে ওই মামলায় জামিনে মুক্ত হন ওই ব্যক্তি। তদন্তে সব রকম সহযোগিতা করবেন, এই শর্তে তাঁকে জামিন দেওয়া হয়েছিল। এই কথা উল্লেখ করে আদালতের দ্বারস্থ হয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আবেদন জানানো হয় যে, আদালত যেন নির্দেশ দেয় যাতে অভিযুক্ত ব্যক্তি তাঁর পাসওয়ার্ড তদন্তকারীদের দেন। সঠিক তদন্তের প্রয়োজনে ওই ব্যক্তির কাছ থেকে পাসওয়ার্ড চাওয়ায় কোনও আইন লঙ্ঘন হয়নি বলে দাবি করে তদন্তকারী সংস্থা।

Advertisement

কিন্তু সিবিআইয়ের এই বক্তব্যের পাল্টা আদালতে আপত্তি জানান অভিযুক্তের আইনজীবী। সেই মামলায় সোমবার দিল্লির ওই আদালত জানিয়েছে যে, কোনও অভিযুক্তের ইলেকট্রনিক ডিভাইসের পাসওয়ার্ড জানার জন্য তাঁকে জোর করা যায় না। এই প্রসঙ্গে ভারতীয় সংবিধানের ২০(৩) অনুচ্ছেদের কথা বলা হয়েছে। পাশাপাশি ১৬১(২) ফৌজদারি ধারার উল্লেখ করা হয়েছে। ফলে পাসওয়ার্ডের জন্য যদি কোনও অভিযুক্তকে চাপ দেওয়া হয়, তা সংবিধানের পরিপন্থী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement