—প্রতীকী ছবি।
বিয়ের পর থেকে পণের জন্য নির্যাতন চলছিল বধূর উপর। অভিযোগ, সেই পণের জন্যই গলা টিপে খুন করা হয়েছে ২১ বছরের মুসকানকে। উত্তরপ্রদেশের শামলির ঘটনা। অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষকুমার সিংহ জানিয়েছেন, মুসকানের স্বামী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন মাস আগে শাহরুখের সঙ্গে বিয়ে হয়েছিল মুসকানের। তার পর থেকেই তাঁর উপর অত্যাচার চলছি শ্বশুরবাড়িতে। বেশ কয়েক বার তাঁর বাপের বাড়ির লোকজনের কাছে সরাসরি শাহরুখ টাকা দাবি করেন বলে অভিযোগ। মুসকানের পরিবারের দাবি, বিয়েতে যৌতুক দেওয়া হয়েছিল। তার পরে আরও টাকা দাবি করছিল শাহরুখের পরিবার।
অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষকুমার জানিয়েছেন, গত বৃহস্পতিবার গলা টিপে মুসকানকে খুন করা হয়েছে। তার পর থেকে ফেরার শাহরুখ, তাঁর দুই ভাই জাভেদ, ফারুখ, বাবা মজিদ, মা শাকিলা। তাঁদের খোঁজ করছে পুলিশ।