Delhi Liquor Policy Case

‘টাকা কোথায়, আদালতের প্রশ্নে নীরব ছিল ইডি’, সঞ্জয়ের জামিন মঞ্জুর হতে সরব আপ, পাল্টা বিজেপি

দিল্লির আবগারি মামলায় এখনও পর্যন্ত বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে ইডি। তার মধ্যে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া, ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেত্রী কে কবিতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৪ ১৮:২১
Share:

আপ নেতা সঞ্জয় সিংহ। — ফাইল চিত্র।

দিল্লির আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া আম আদমি পার্টির (আপ) নেতা সঞ্জয় সিংহের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশকে হাতিয়ার করে নতুন করে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে আপ। দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশী স্পষ্ট জানালেন, মঙ্গলবার সুপ্রিম কোর্টে সঞ্জয়ের শুনানি এবং জামিন মঞ্জুরের নির্দেশের থেকেই বোঝা যাচ্ছে আবগারি মামলায় আপের অবস্থানই ঠিক। এই মামলায় ইডি বার বার ঘুষের কথা বলছে। কিন্তু দু’বছর তদন্ত করেও আবগারি মামলায় কোনও টাকা খুঁজে পায়নি ইডি।

Advertisement

দিল্লির আবগারি মামলায় এখনও পর্যন্ত বেশ কয়েক জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্যে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া, ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেত্রী কে কবিতা। বর্তমানে সকলেই তিহাড় জেলে রয়েছেন। এই তিহাড়ের ৭ নম্বর সেলে ছিলেন সঞ্জয়ও। মাস ছয়েক আগে তাঁকে এই আবগারি মামলায় গ্রেফতার করা হয়েছিল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে।

তার পরই আপের তরফে অতিশী বলেন, ‘‘আদালত ইডিকে জিজ্ঞেস করেছে এই মামলায় যে টাকার কথা বলা হচ্ছে, তার উৎস কী, সেই টাকা কোথায় গেল? গত দু’বছর ধরে ইডি তদন্ত চালিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের প্রশ্নের কোনও উত্তর ছিল না তদন্তকারী সংস্থার কাছে।’’

Advertisement

তিনি দাবি করেন, আপ নেতাদের ফাঁসাতে তাঁদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী তৈরি করেছে ইডি। তাঁর কথায়, ‘‘মানুষকে ভয় দেখিয়ে এবং হুমকি দিয়ে সাক্ষী করা হয়েছিল। যাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাঁরা যদি আপের বিরুদ্ধে কথা না বলেন তবে তাঁদের ভয় দেখানো হচ্ছে।’’

দিল্লি সরকারের আবগারি নীতি বদলের জন্য বেআইনি অর্থ লেনদেনে জড়িত থাকার অভিযোগে গত ৪ অক্টোবর সকাল থেকেই আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয়ের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি। বিকেলে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এর পর দু’দফায় তাঁকে ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল রাউস অ্যাভিনিউ বিশেষ আদালত। সেই মেয়াদ শেষ হওয়ার পরে পাঠানো হয়েছিল তিহাড় জেলে।

পুত্রের জামিনের খবর জানতে পেরে আনন্দে কেঁদে ফেলেন সঞ্জয়ের মা রাধিকা সিংহ। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘একমাত্র আমিই জানি আমি কতটা খুশি। ও (সঞ্জয় সিংহ) জামিন, এটা সত্যিই খুব ভাল খবর। যখন আমার নির্দোষ ছেলেকে গ্রেফতার করা হয়েছিল, তখন খুব কষ্ট পেয়েছিলাম। আমার ছেলে কিছুই করেনি, তার পরও তাঁকে গ্রেফতার করা হয়েছিল।’’ তিনি আরও বলেন, ‘‘আমার ছেলে জেলে খুব কঠিন সময় কাটিয়েছে।’’

সঞ্জয়ের জামিন নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি পাল্টা আপকেই নিশানা করেছে। বিজেপি মুখপাত্র শেহজ়াদ পুনাওয়ালা দাবি করেন, ‘‘সুপ্রিম কোর্টে ইডি সঞ্জয় সিংহের জামিনের বিরোধিতা করেননি। এ বার থেকে আপ বলতে পারবে না কেন্দ্রীয় এজেন্সি বিশেষত ইডি বা সিবিআই রাজনৈতিক পক্ষপাতদুষ্ট।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement