Atishi Marlena

‘এ বার আমাকে গ্রেফতার করবে’, দাবি অতিশীর, নিলেন আরও তিন আপ নেতার নাম

দিল্লির মন্ত্রী অতিশীর কথায়, ‘‘সত্যেন্দ্র জৈন, মণীশ সিসৌদিয়া, সঞ্জয় সিংহের পর কেজরীওয়ালকে গ্রেফতার করেছে। কিন্তু এখন তারা (বিজেপি) আপের আরও চার নেতাকে গ্রেফতার করতে চায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৪ ১২:০৯
Share:

অতিশী মারলেনা। ছবি পিটিআই।

‘‘বিজেপিতে যোগ না দিলে আমাকেও গ্রেফতার করবে ইডি’’, মঙ্গলবার এমনই দাবি করলেন দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) নেত্রী অতিশী মারলেনা। শুধু তিনি একা নন, আরও তিন আপ নেতা গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছেন দিল্লির মন্ত্রী। অতিশী বলেন, ‘‘আমি জানতে পেরেছি শীঘ্রই আমার বাসভবনে ইডি অভিযান চালাবে। তার পর আমাকে গ্রেফতার করে হেফাজতে নেবে।’’

Advertisement

সোমবার ইডি আদালতে জানিয়েছে, তদন্তে সহযোগিতা করছেন না অরবিন্দ কেজরীওয়াল। আবগারি মামলায় অন্যতম অভিযুক্ত তথা একদা আপের জনসংযোগ সংক্রান্ত দায়িত্ব দেখভাল করা বিজয় নায়ার তাঁকে কোনও কাজের জন্য কৈফিয়ত দিতেন না বলে জানিয়েছেন নাকি দিল্লির মুখ্যমন্ত্রী। পাশাপাশি ইডি দাবি করেছে, দিল্লির দুই মন্ত্রী অতিশী মারলেনা এবং সৌরভ ভরদ্বাজের নাম করে নাকি দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাবতীয় বিষয় তাঁদেরকেই জানাতেন বিজয়।

ইডির এই দাবি খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। অনেকেই আশঙ্কা প্রকাশ করে জানাচ্ছেন, এ বার হয়তো দিল্লির এই দুই মন্ত্রীকেও নিজেদের হেফাজতে নিতে পারে ইডি। মঙ্গলবার সেই আশঙ্কার কথাই শোনা গেল অতিশীর গলাতেও। তিনি বলেন, ‘‘কেজরীওয়ালের পর বিজেপি এখন আপের পরবর্তী নেতাদের নিশানা করছে।’’

Advertisement

এর পরই অতিশী অভিযোগ করেন, ‘‘ব্যক্তিগত পরিসর থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বিজেপিতে যোগ দেওয়ার জন্য। আমাকে বলা হয়েছে, আমি যদি আমার রাজনৈতিক জীবন বাঁচাতে চাই তবে আমি বিজেপিতে যোগ দিতে পারি। আর যদি বিজেপিতে না যাই তবে আগামী এক মাসের মধ্যে গ্রেফতার হতে পারি। আমাকে এক জন বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক আপ নেতাকে জেলে পাঠানোর জন্য মনস্থির করেছেন।’’

দিল্লির মন্ত্রীর কথায়, ‘‘সত্যেন্দ্র জৈন, মণীশ সিসৌদিয়া, সঞ্জয় সিংহের পর কেজরীওয়ালকে গ্রেফতার করেছে। কিন্তু এখন তারা (বিজেপি) আপের আরও চার নেতাকে গ্রেফতার করতে চায়। আমার পাশাপাশি রাঘব চড্ডা, দুর্গেশ পাঠক এবং সৌরভ ভরদ্বাজকেও গ্রেফতার করা হবে।’’

অতিশীর কথায়, ‘‘বিজেপি ভেবেছিল কেজরীওয়ালকে গ্রেফতারের পর আপ ভেঙে পড়বে। কিন্তু রবিবার রামলীলা ময়দানে বিরোধী দলগুলিকে একত্রিত হতে দেখে ওরা ভয় পেয়েছে। তাই আরও আপ নেতাকে গ্রেফতার করার পরিকল্পনা করছে।’’ কী ভাবে তাঁকে গ্রেফতার করা হতে পারে তার একটা আভাসও দিয়েছেন অতিশী। তিনি বলেন, ‘‘প্রথমেই আমার আত্মীয়দের বাড়িতে অভিযান চালানো হবে। তার পর আমাকে সমন পাঠানো হবে। তার পর আমাকে গ্রেফতার করা হবে।’’ শেষে অতিশী জানান, যাই হয়ে যাক না কেন আপ ছেড়ে তিনি অন্য কোনও দলে যাবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement