Street side food

নর্দমার জলে ধোয়া হচ্ছে খাওয়ার থালা! ক্যামেরায় ধরা পড়ল ভয়ঙ্কর দৃশ্য

দেখা যাচ্ছে, একটি খাবারের ঠেলাগাড়ি। তার পিছনে নর্দমার মতো  নোংরা জল বয়ে যাচ্ছে রাস্তার উপর দিয়েই। সেই জলে রাখা আছে কয়েকটি খাবারের থালা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২০ ১৭:৪১
Share:

নোংরা জলে ধোয়া হচ্ছে খাবার থালা। ছবি: টুইটার থেকে নেওয়া।

সাধারণ মানুষ জীবনে কম বেশি রাস্তার ধারের দোকান, ঠেলাগাড়ি, গুমটি থেকে রান্না করা খাবার কিনে খেয়েছেন। কিন্তু এমন একটি ভিডিয়ো সামনে এল যা দেখে আপনি হয়তো পরের বার খাওয়ার আগে দ্বিতীয় বার ভাববেন।

Advertisement

টুইটারে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি খাবারের ঠেলাগাড়ি। তার পিছনে নর্দমার মতো নোংরা জল বয়ে যাচ্ছে রাস্তার উপর দিয়েই। সেই জলে রাখা আছে কয়েকটি খাবারের থালা। এক ব্যক্তি সেই জল থেকে তুলে গামলায় রাখা অন্য জলে শুধু একবার ধুয়ে নিচ্ছেন।

ক্যামেরায় ধরা পড়া ঘটনার আগে পরে সাবান ব্যবহার করে থালা ধোয়া হয়েছিল কিনাতা জানা যায়নি। আর এই ভিডিয়োর সত্যতা আনন্দবাজার যাচাই করে দেখেনি। তবে এতে যা দেখা যাচ্ছে তার বাইরে যদি পরিষ্কার পরিচ্ছন্ন বা জীবাণুমুক্ত করার কোনও ব্যবস্থা না নেওয়া হয়, তবে তা সত্যিই বিপজ্জনক। রাস্তা দিয়ে যে জল বয়ে যাচ্ছে তাতে প্লাস্টিকের বোতল, প্যাকেট সহ অন্যান্য আবর্জনাও দেখা যাচ্ছে।

Advertisement

আরও পড়ুন: দিল্লি জল বোর্ডের অফিসে নিজের চেয়ার থেকে তোয়ালে সরিয়ে দিলেন রাঘব চাড্ডা

দূর থেকে কেউ এই ভিডিয়োটি রেকর্ড করেছেন। পরে সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। একাধিক অ্যাকাউন্টে সেটি শেয়ার করা হয়েছে। যদিও ভিডিয়োটি কবে, কোথায় রেকর্ড করা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি।

আরও পড়ুন: করোনার আতঙ্কের মধ্যে ইরানের নার্সের ভিডিয়ো ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement