Kerala

ছবি তুলতে গিয়ে পা পিছলে পাহাড় থেকে নদীতে নবদম্পতি! বাঁচাতে ঝাঁপ আত্মীয়ের, মৃত্যু তিন জনেরই

শনিবার সন্ধ্যায় ছবি তোলার জন্য পল্লীকল নদীর পাশে একটি পাহাড়ে উঠেছিলেন নবদম্পতি সিদ্দিক এবং নওফির। ছবি তোলার জন্য পাহাড়ের প্রান্তে দাঁড়িয়ে ছিলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৩ ১৬:৩৮
Share:

—প্রতীকী ছবি।

ছবি তোলার সময় পাহাড় থেকে নদীতে পড়ে মৃত্যু হল এক নববিবাহিত দম্পতির। দম্পতিকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়ায় মৃত্যু হয়েছে তাঁদের এক আত্মীয়েরও। কেরালার তিরুঅনন্তপুরমের ঘটনা। শনিবার সন্ধ্যায় ছবি তোলার জন্য পল্লীকল নদীর পাশে একটি পাহাড়ে উঠেছিলেন নবদম্পতি সিদ্দিক এবং নওফির। ছবি তোলার জন্য পাহাড়ের প্রান্তে দাঁড়িয়েছিলেন তাঁরা। ছবি তুলছিলেন দম্পতির আত্মীয় আনসিল নামে এক যুবক। তখনই অসাবধানতা বশত দুর্ঘটনাটি ঘটে। পা পিছলে পাহাড় থেকে পল্লীকল নদীতে পড়ে যান ওই নবদম্পতি। তাঁদের বাঁচাতে নদীতে ঝাঁপ মারেন আনসিলও।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা স্থানীয়দের খবর দিলে তাঁরা উদ্ধারকাজ শুরু করেন। শনিবার আনসিলের মৃতদেহ উদ্ধার করা হলেও নবদম্পতি সিদ্দিক এবং নওফির কোনও খোঁজ পাওয়া যায়নি। রবিবার তাঁদের দেহ নদীতে ভেসে ওঠে। এর পর তিনটি মৃতদেহই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই নবদম্পতি কেরলের কোল্লাম জেলার বাসিন্দা। এক সপ্তাহ আগেই তাঁদের বিয়ে হয়। একটি অনুষ্ঠানের জন্য তাঁরা আনসিলের বাড়িতে এসেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement