নিরাপত্তা বাহিনীর অভিযান বারামুলায়। ছবি: পিটিআই
নিরাপত্তা বাহিনীর গুলিতে জম্মু-কাশ্মীরের বারামুলায় নিহত হল এক লস্কর জঙ্গি। নিহত জঙ্গি স্থানীয় বলে জানা গিয়েছে। শনিবার তল্লাশি অভিযান চলাকালীন গুলি বিনিময় শুরু হয় দু’পক্ষের মধ্যে। তার জেরে মৃত্যু হয় ওই জঙ্গির।
কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় বারামুলার বিন্নার এলাকায় তল্লাশি শুরু হয়েছিল। নিরাপত্তা বাহিনীর দাবি, ওই এলাকায় জঙ্গিরা রয়েছে এই খবর পেয়েই তল্লাশি অভিযান শুরু হয়। বাহিনীকে দেখে জঙ্গিরা গুলি ছোড়ে। এর পর দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়ে যায়। দু’পক্ষের লড়াই চলে রবিবার পর্যন্ত। তার জেরে এক জঙ্গি নিহত হয়। জানা গিয়েছে নিহতের নাম ইরশাদ আহমেদ ভাট। ইরশাদ বারামুলার পত্তন এলাকার বাসিন্দা।
কাশ্মীর পুলিশ জানিয়েছে, নিহতের থেকে একটি একে সিরিজের রাইফেল, দু’টি ম্যাগাজিন এবং ৩০ রাউন্ড বুলেট পাওয়া গিয়েছে।