Fight in Delhi Metro

বসার জায়গা নিয়ে দিল্লি মেট্রো রণক্ষেত্র, চুলোচুলি, হাতাহাতিতে জড়ালেন এক দল মহিলা

কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথমে কথা কাটাকাটি দিয়ে ঝামেলা শুরু হয়। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একটা সময়ে এমন পর্যায়ে পৌঁছয় যে, দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৩ ১৪:০৩
Share:

দিল্লি মেট্রোয় হাতাহাতি। ছবি: টুইটার।

কখনও স্বল্প বসনে তরুণীর মেট্রোয় ওঠা, কখনও মেট্রোর ভিতরে যাত্রীদের সামনেই তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়া, কখনও বসার জায়গা নিয়ে মারামারি— এমন নানা দৃশ্য প্রকাশ্যে এসেছে। যার জেরে বার বারই খবরের শিরেনামে এসেছে দিল্লি মেট্রো। সেই দিল্লি মেট্রোতে এ বারও সে রকমই একটি ঘটনা ঘটল। যা নিয়ে ইতিমধ্যেই বেশ চর্চা হচ্ছে সমাজমাধ্যমে।

Advertisement

সম্প্রতি দিল্লি মেট্রোর ভিতরে দু’দল মহিলার সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল। বসার জায়গা নিয়ে ট্রেনে, বাসে ঝামেলা খুব একটা বিরল কোনও ঘটনা নয়। মেট্রোতেও এমন দৃশ্য ধরা পড়ে। তবে তুলনায় সেই সংখ্যা অনেকটাই কম। সম্প্রতি দিল্লি মেট্রোর একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক দল মহিলা নিজেদের মধ্যে হাতাহাতি, ঠেলাঠেলিতে জড়িয়ে পড়েছেন। শুধু তাই-ই নয়, চুলোচুলিও হচ্ছিল। দুই পক্ষই নিজেদের শক্তি আস্ফালনে ব্যস্ত। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সূত্রপাত বসার জায়গাকে কেন্দ্র করে। প্রথমে কথা কাটাকাটি দিয়ে ঝামেলা শুরু হয়। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একটা সময়ে এমন পর্যায়ে পৌঁছয় যে, দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এমন পরিস্থিতি দেখে সেই ঝামেলা সামলাতে অন্য যাত্রীরা এগিয়ে যান। ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই কেউ কেউ মন্তব্য করেছেন, “এত নাটক তো বিগ বস্‌-এও হয় না, দিল্লি মেট্রোয় যা নাটক হয়!”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement