বিবাদের জেরে ছুরি চালালেন এক অতিথি। —ছবি প্রতীকী।
কম পড়েছিল রসগোল্লা। সেই নিয়ে উত্তাল হয়ে উঠল বিয়েবাড়ি। বচসা গড়াল হাতাহাতিতে। তার পার খুনখারাপি। মারা গেলেন এক অতিথি। জখম ৫জন। উত্তরপ্রদেশের আগরার ঘটনা।
বুধবার রাতে আগরার মহল্লা শায়খানে বিয়ের আসর বসেছিল। উসমান নামে এক ব্যক্তির মেয়ের বিয়ে উপলক্ষে। খেতে বসেছিলেন অতিথিরা। শেষপাতে কম পড়েছিল রসগোল্লা। সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ছেলের বাড়ির লোকজন। প্রতিবাদ করে কনেপক্ষ। তাতেই দুই পক্ষের ঝগড়া শুরু হয়।
এতমাদপুরের সার্কল অফিসার রবিকুমার গুপ্ত বলেন, ‘‘মিষ্টি নিয়ে বিবাদ চরমে পৌঁছয়। এক জন ছুরি বার করে অতিথিদের আক্রমণ করেন।’’ রবি জানিয়েছেন, এই ঘটনায় সানি নামে ২২ বছরের এক যুবক গুরুতর জখম হন। প্রথমে তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সরোজিনী নাইডু মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসার সময় মৃত্যু হয় যুবকের। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রবি আরও জানিয়েছেন, ঘটনায় ৫ জন আহত। এতমাদপুরের স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের চিকিৎসা চলছে।
মৃতের পরিবার অভিযোগ দায়ের করেছে। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।