ওই কিশোরকে অপহরণ করে খুন করা হয়েছে বলে প্রথমে অভিযোগ করেছিল পরিবার। প্রতীকী ছবি।
ঠাকুমা বকাবকি করায় নিজের জীবন শেষ করে ফেলল ১২ বছরের এক কিশোর। শুক্রবার সকালে উত্তরপ্রদেশের বরেলি এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই কিশোরের দেহ।
পুলিশ সূত্রে খবর, দোহরা গ্রামে দাদু-ঠাকুমার সঙ্গে থাকত পঞ্চম শ্রেণির পড়ুয়া দিব্যাংশু কুমার। তার বাবা ও মামা কর্মসূত্রে পঞ্জাবে থাকেন। সেখানে তাঁরা শ্রমিকের কাজ করেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল ওই কিশোর।
ওই ছাত্রকে অপহরণ করে খুন করা হয়েছে বলে প্রথমে অভিযোগ করেছিল তার পরিবার। পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, কিশোরকে বকাবকি করেছিল তার ঠাকুমা। আর তার জেরেই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল সে। পরে আত্মঘাতী হয়।
কিশোরের দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, গলায় ফাঁস লেগেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় কোনও এফআইআর দায়ের করা হয়নি।