পালঘর জেলার থানার লকআপের বন্দিদের সরকারি মেস থেকে খাবার দেওয়া হয়েছিল। প্রতীকী ছবি।
লকআপের ভিতর মধ্যাহ্নভোজের পর একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন মহারাষ্ট্রের পালঘরে ৯ জন বিচারাধীন বন্দি। হাসপাতালে চিকিৎসাধীন ওই বন্দিরা সকলেই বিপন্মুক্ত বলে বুধবার সংবাদমাধ্যমে জানিয়েছে পুলিশ। খাদ্যে বিষক্রিয়ার জেরেই বন্দিরা অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, পালঘর জেলার নালাসোপারা থানায় মঙ্গলবার দুপুর ২টো নাগাদ বিচারাধীন বন্দিদের দুপুরের খাবার দেওয়া হয়েছিল। নালাসোপারা থানার সিনিয়র ইনস্পেক্টর বিলাস সুপে বুধবার জানিয়েছেন, দুপুরের খাওয়ার পরেই প্রথমে ২ জন বিচারাধীন বন্দি অসুস্থ হয়ে পড়েন। বার বার বমি করা ছাড়াও অস্বস্তি বোধ করতে থাকেন তাঁরা। পরে ওই লকআপের ভিতর প্রত্যেকেই একই অভিযোগ করেন। এর পর ওই বিচারাধীন বন্দিদের সোপারা এলাকার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, আপাতত বিপন্মুক্ত ওই ৯ জন। যদিও তাঁদের চিকিৎসা চলছে।
নামপ্রকাশে অনিচ্ছুক জেলার এক আধিকারিক জানিয়েছেন, সরকারি মেস থেকে ওই লকআপের বন্দিদের খাবার দেওয়া হয়েছিল। সেই খাবারের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান, খাদ্যে বিষক্রিয়ার জেরেই অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁরা।