Road Accident

৮০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি, শ্রীনগরে দুর্ঘটনায় মৃত এক সেনাকর্মী-সহ নয়

বুধবার রাতে একটি ট্যাভেরা গাড়িতে চেপে শ্রীনগর থেকে কার্গিলের পথে রওনা হয়েছিলেন ১০ জন যাত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ২৭ মে ২০২২ ০৫:০০
Share:

ছবি: সংগৃহীত।

শ্রীনগর-লেহ্‌ জাতীয় সড়কে পথদুর্ঘটনায় নিহত এক সেনাকর্মী-সহ ন’জন। আহত এক। বুধবার রাতে একটি যাত্রিবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ৮০০ ফুট গভীর খাদে পড়ে যায় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে দু’জন কাশ্মীরের বাসিন্দা। বাকিরা উত্তরপ্রদেশ, গুজরাত, ঝাড়খণ্ড, পঞ্জাব এবং ছত্তীসগঢ়ে থাকতেন। বুধবার রাতে একটি ট্যাভেরা গাড়িতে চেপে শ্রীনগর থেকে কার্গিলের পথে রওনা হয়েছিলেন ১০ জন যাত্রী। তবে গান্ডেরবাল জেলায় শ্রীনগর-লেহ্‌ জাতীয় সড়ক দিয়ে যাওয়ার নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। খবর পেয়ে উদ্ধারকাজে নামেন পুলিশকর্মীরা। রাতেই গাড়ির চালক-সহ সাত জনের দেহ উদ্ধার করা হয়। পরের দিন ওই খাদ থেকে সকালে আরও দু’জনের দেহ মেলে। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement