explosives

Explosives: খাদানের কাছে ৪০টি বাক্সে ৮০০০ জিলেটিন স্টিক উদ্ধার কেরলে!

এই বিপুল পরিমাণ জিলেটিন স্টিক কারা রেখেছে বা কোথাও নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২২ ১৮:২৯
Share:

উদ্ধার হওয়া জিলেটিন স্টিক।

কেরলের পলক্কড় জেলায় তল্লাশি চালিয়ে ৮০০০ হাজার জিলেটিন স্টিক উদ্ধার করল পুলিশ। একটি পরিত্যক্ত খাদানের কাছে ৪০টি বাক্সের মধ্যে রাখা ছিল জিলেটিন স্টিকগুলি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দারা প্রথমে বাক্সগুলি দেখেন। তাঁরাই পুলিশে খবর দেন। এই বিপুল পরিমাণ জিলেটিন স্টিক কারা রেখেছে বা কোথাও নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই বিপুল পরিমাণ জিলেটিন স্টিক উদ্ধার হওয়ায় পুলিশ প্রশাসনের চিন্তা বেড়েছে। আর কয়েক দিন বাদেই স্বাধীনতা দিবস। তার আগে বিপুল পরিমাণ জিলেটিন স্টিক উদ্ধার হওয়ায় তৎপরতা বেড়েছে পুলিশ প্রশাসনের।

Advertisement

স্থানীয় এক বাসিন্দার কথায়, “খাদানের কাছে পরিত্যক্ত অবস্থায় বাক্সগুলি দেখতে পাই। বাক্সের কথা চাউর হতেই এলাকায় আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। বাক্সের ভিতরে যে বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে তা কল্পনাও করতে পারেনি কেউ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement