হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ পড়ুয়ারা। ছবি: সংগৃহীত।
উত্তরপ্রদেশের পর এ বার মহারাষ্ট্র। সরকারি স্কুলে এক অনুষ্ঠানে বিস্কুট খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ২৫০ জন পড়ুয়া। তাদের মধ্যে ৮০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ছত্রপতি সম্ভাজিনগর জেলায়।
স্থানীয় সূত্রে খবর, সম্ভাজিনগরে জেলা স্কুলে শনিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত সকলকে বিস্কুট দেওয়া হয়। তা খেয়েই অসুস্থ হয়ে পড়েন অনেকে। কারও পেটে ব্যথা, কারও বমির মতো উপসর্গ দেখা দেয়। একের পর এক পড়ুয়ার মধ্যে একই উপসর্গ ধরা পড়ায় আতঙ্ক ছড়ায় গোটা স্কুলে। একসঙ্গে এত পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্কুল কর্তৃপক্ষও।
খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং অন্যান্যরা। অসুস্থদের গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েক জন বাদে বাকিদের অবস্থা স্থিতিশীল। ওই হাসপাতালের মেডিক্যাল অফিসার বলেন, ‘‘শনিবার সকাল সাড়ে ৮টার দিকে স্কুলে বিস্কুট খাওয়ার পর শতাধিক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে আনা হয়। ৮০ জনকে ভর্তি করা হয়েছে।’’
জেলাশাসক জানিয়েছেন, পড়ুয়াদের চিকিৎসা চলছে। তাদের শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। স্কুলের খাবার পরীক্ষা করার জন্য রাজ্যের খাদ্য সুরক্ষা দফতরের একটি দল স্কুলে পৌঁছয়। তারা খাবারের নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। কী কারণে বিষক্রিয়া হল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক। উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখ উত্তরপ্রদেশের দেওরিয়ার মেহরুনা গ্রামের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আশ্রম মেথড ইন্টার কলেজ নামে এক স্কুলে রাতের খাবার খেয়ে প্রায় ৮০ পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছিল।