Cobra

Cobra: চন্দ্রবোড়াকে গিলে নিল ছয় ফুটের গোখরো! উগরে দিতেই যা হল...

ছয় ফুটের একটি গোখরোর খবর পেয়েই উদ্ধারকারীরা পৌঁছে গিয়েছিলেন ঘটনাস্থলে। সেখানে গিয়ে যে দৃশ্য তাঁরা দেখলেন, তাতে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

ভুবনেশ্বর শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ১২:৩০
Share:

সাপ গিলছে সাপকে!

সাপ গিলছে সাপকে, এ দৃশ্য অনেকেই দেখেছেন। কিন্তু কোনও গোখরো চন্দ্রবোড়াকে গিলে খাচ্ছে, এমন দৃশ্য বোধহয় বিরল। শিউরে ওঠা সেই দৃশ্য ধরা পড়ল ওড়িশার বাঁকিতে।

Advertisement

ছয় ফুটের একটি গোখরোর খবর পেয়েই উদ্ধারকারীরা পৌঁছে গিয়েছিলেন ঘটনাস্থলে। সেখানে গিয়ে যে দৃশ্য তাঁরা দেখলেন, তাতে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন।

তিন ফুটের একটি চন্দ্রবোড়াকে গিলে নিয়েছিল গোখরোটি। গিলে ফেলার কিছু ক্ষণের মধ্যেই সাপটিকে উগরে দিতে দেখা যায় গোখরোটিকে। আরও আশ্চর্যজনক বিষয় যে, গোখরোর পেট থেকে বেরিয়ে আসার পরেও জীবিত ছিল চন্দ্রবোড়া।

Advertisement

তবে সাপ বিশেষজ্ঞদের দাবি, গোখরো নিউরোটক্সিক বিষের যা ক্ষমতা তাতে বেঁচে থাকার কথা নয় চন্দ্রবোড়ার। সাপটি সাময়িক জীবিত থাকতে পারে। তবে মৃত্যু হওয়া স্বাভাবিক।

সাধারণত ইঁদুর জাতীয় প্রাণী খেয়ে থাকে গোখরো। কিন্তু চন্দ্রবোড়া সাপকে গিলে খাচ্ছে, এমন দৃশ্য বোধহয় বিরল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement