Bollywood

নতুন প্রজন্মের মধ্যে কোনও একতা নেই! বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন অক্ষয়-অজয়

অক্ষয় কুমার এবং অজয় দেবগন একই সুরে বিঁধলেন নতুন প্রজন্মের বলিউড তারকাদের। তাঁরা নাকি একে অপরের পাশে দাঁড়াতে প্রস্তুত নন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৬:৫৮
Share:

সম্প্রতি ‘সিংহম আগেন’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অক্ষয় কুমার ও অজয় দেবগন। ছবি: সংগৃহীত।

বলিউডকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে দক্ষিণী ছবির জগৎ। গত কয়েক বছরে এই প্রবণতা বেশ খানিকটা বেড়েছে। ক্রমশ দেশ জুড়ে জনপ্রিয়তা পাচ্ছে দক্ষিণী ছবিগুলি। সারা বিশ্বে বাড়ছে রমরমা। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অক্ষয় কুমার এবং অজয় দেবগন একই সুরে বিঁধলেন নতুন প্রজন্মের বলিউড তারকাদের। তাঁরা নাকি একে অপরের পাশে দাঁড়াতে প্রস্তুত নন, এমনই অভিযোগ দুই অভিজ্ঞ অভিনেতার।

Advertisement

সম্প্রতি মুক্তি পেয়েছে রোহিত শেট্টি পরিচালিত ছবি ‘সিংহম আগেন’। রোহিতের ‘পুলিশ ব্রহ্মাণ্ডে’র নবতম সংযোজন এই ছবি যেখানে একাধিক তারকার সমাবেশ ঘটিয়েছেন তিনি। এ ছবিতেই দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করেছেন অজয় ও অক্ষয়। কেন দক্ষিণী ছবির থেকে পিছিয়ে পড়ছে বলিউড এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে অজয় বলেন, “দক্ষিণী তারকারা যে ভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। সত্যি কথা বলতে, বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।” তাঁর সঙ্গে সহমত পোষণ করেন অক্ষয়ও। তিনি বলেন, “আমিও মনে করি আমাদের মধ্যে সেই পরিমাণ একতা নেই।”

গত প্রায় তিন দশক ধরে বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে পড়েন অজয় ও অক্ষয়। এত দিন পর, কেন তাঁদের এমন মনে হচ্ছে? অজয় বলেন, “অক্ষয়, আমি বা শাহরুখ-সলমন— আমরা কিন্তু একে অপরের পাশে দাঁড়াতেই অভ্যস্ত। ধরা যাক, অক্ষয়ের কোনও ছবি মুক্তির সঙ্গে আমার ছবি মুক্তি নিয়ে সমস্যা তৈরি হল, আমরা কিন্তু অনায়াসে একে অন্যকে ফোন করতে পারি। কী ভাবে সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে কথা বলতে পারি। একেবারেই কোনও উপায় না পাওয়া গেলে হয়তো আমরা দু’জন দু’জনের ছবির প্রচারে যোগ দেব।” তিনি তুলে আনেন ‘সন অফ সর্দার’-এর প্রসঙ্গ। এ ছবির নাম প্রথমে অক্ষয়ের ছবির সঙ্গেই জুড়ে ছিল। পরে তা বদলে যায়। অজয়ের দাবি, এটা পারস্পরিক সম্পর্কেরই ফল। কিন্তু এই কয়েকজন অভিনেতার বাইরে বলিউডে বন্ধুত্ব বা একতার দৃষ্টান্ত প্রায় দেখা যায় না বললেই চলে।

Advertisement

অক্ষয় অবশ্য আশাবাদী। তিনি বলেন, “এই যে আমরা এখানে এই বিষয়ে আলোচনা করছি, এটা আশার কথা। কারণ নতুন প্রজন্মের তারকারা হয়তো আমাদের কথা শুনবেন।”

মনে করা হচ্ছে, এই কথোপকথনের আসল লক্ষ্য ‘ভুলভুলাইয়া ৩’-এর নির্মাতারা। দীপাবলির সময় এই দু’টি ছবি মুক্তি পায়। ফলে একটা সমস্যা তৈরি হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement