India vs Australia

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট দেখতে অ্যালার্ম দিতেন, এ বার খেলবেন নিজেই, আবেগপ্রবণ ধ্রুব জুরেল

অস্ট্রেলিয়া সফরে ভারত টেস্ট সিরিজ়‌ খেলতে গেলে ভোরবেলায় ম্যাচ শুরু হয়। অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ পাওয়া উইকেটকিপার ধ্রুব জুরেল জানিয়েছেন, কী ভাবে ভোরে অ্যালার্ম দিয়ে ম্যাচ দেখতে উঠতেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৬:৫৫
Share:

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের আগে ফোটোশুটে ধ্রুব জুরেল। ছবি: সমাজমাধ্যম।

অস্ট্রেলিয়া সফরে ভারত টেস্ট সিরিজ়‌ খেলতে গেলে ভোরবেলায় ম্যাচ শুরু হয়। সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে অনেক উঠতি ক্রিকেটারও এই ম্যাচের দিকে চোখ রাখেন। সেই কাজ করতেন ধ্রুব জুরেলও। অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ পাওয়া উইকেটকিপার জানিয়েছেন, কী ভাবে ভোরে অ্যালার্ম দিয়ে ম্যাচ দেখতে উঠতেন।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরুর আগে ফোটোশুট করেছেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন জুরেল। সঙ্গে লিখেছেন, “ভোরে অ্যালার্ম দিয়ে অস্ট্রেলিয়ায় ভারতের টেস্ট দেখা থেকে অ্যালার্ম ছাড়াই জেগে ওঠার গল্প।” জুরেল বোঝাতে চেয়েছেন, ছোটবেলায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দেখার জন্য তাঁকে অ্যালার্ম দিয়ে জাগতে হত। এখন নিজেই অস্ট্রেলিয়া সফরের দলে রয়েছেন। তাই আলাদা করে অ্যালার্ম দিতে হয় না। মাঝের এই যাত্রাপথ কয়েকটি শব্দে তুলে ধরেছেন ভারতের উইকেটকিপার।

ঋষভ পন্থের চোট থাকায় বছরের শুরুতে ইংল্যান্ড সিরিজ়‌ে খেলেছিলেন জুরেল। তবে নিউ জ়িল্যান্ড সিরিজ়ের একটি ম্যাচেও সুযোগ পাননি। অস্ট্রেলিয়া সিরিজ়‌েও পন্থ থাকায় জুরেলের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তবে সুযোগ এলে সেটা কাজে লাগাতে মরিয়া তিনি।

Advertisement

ভারতীয় দলের খেলার অভিজ্ঞতা জানাতে গিয়ে অতীতে একটি সাক্ষাৎকারে রোহিত শর্মা এবং বিরাট কোহলির থেকে পাওয়া শিক্ষার কথা উল্লেখ করেছিলেন জুরেল। রোহিত সম্পর্কে বলেছিলেন, “সত্যি বলতে রোহিত খুব হাসিখুশি ক্রিকেটার। কথা বলার সময় এক বারও মনে হয় না ও বয়সে বড়। খুব সাধারণ ভাবে কথা বলে। সব সময় একটাই কথা বলে, যে কোনও সমস্যায় আমরা যেন ওর কাছে যাই। ওর কোনও সমস্যা হয় না। টেস্ট ক্রিকেটের দলে সুযোগ পাওয়ার সময় রোহিত ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। খুব ভাল লেগেছিল।”

কোহলিকে নিয়ে জুরেল বলেছিলেন, “সব সময় কোহলির থেকে কিছু শেখার চেষ্টা করি। ও ক্রিকেটের কিংবদন্তি। আজ যা অর্জন করেছে তার পিছনে কঠোর পরিশ্রম রয়েছে। সব সময় নতুন কিছু শিখতে চায়। ওর সঙ্গে যখনই কথা হয়েছে তখনই শুধু ক্রিকেট নিয়ে কথা বলেছি। কোহলির আশপাশে থাকলেই একটা আলাদা অনুভূতি তৈরি হয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement