৩০ অক্টোবর শুধু পূর্ণিয়াতেই ডুবে মারা গিয়েছেন ৫ জন। — ফাইল ছবি।
ছট পুজোর সময় বিহারের বিভিন্ন প্রান্তে নদী ও পুকুরে ডুবে মারা গিয়েছেন ৫৩ জন। মঙ্গলবার জানিয়েছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক। শোক প্রকাশ করে প্রত্যেক মৃতের পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
চার দিন ধরে বিহারে ছট পুজো উদ্যাপিত হয়েছে। সে সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে ডুবে মারা গিয়েছেন বহু পুণ্যার্থী। রাজ্য সরকারের এক আধিকারিকের তরফে জানানো হয়েছে, ৩০ অক্টোবর পূর্ণিয়ায় ডুবে মারা গিয়েছেন ৫ জন। পটনা, মুজফ্ফরনগর, সমস্তিপুর এবং সহর্ষতে ৩ জন করে পুণ্যার্থী মারা গিয়েছেন।
গয়া, বেগুসরাই, কাটিহার, বক্সার, কাইমুর, সীতামঢ়হি, বাঁকায় মারা গিয়েছেন ১ জন করে। রাজ্য সরকারের ওই আধিকারিক বলেন, ‘‘উৎসবের শেষ দিন, ৩১ অক্টোবর গোটা রাজ্যে মারা গিয়েছেন ১৮ জন। যত দ্রুত সম্ভব মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে প্রশাসন।’’ মৃতদের পরিবার যাতে ক্ষতিপূরণ পায়, সেদিকে নজর রাখার জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।