নর্মদার খালের জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের ৫ জনের। প্রতীকী ছবি।
মোরবীতে সেতু বিপর্যয়ের রেশ এখনও কাটেনি। তার মাঝেই ফের দুর্ঘটনা গুজরাতে। কচ্ছ জেলায় নর্মদার খালের জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের ৫ জনের। এক মহিলাকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা বলে খবর।
ঘটনাটি কচ্ছের মুন্দ্রা এলাকার গুন্ডালা গ্রামের। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে নর্মদার খালের জলে তলিয়ে গিয়েছেন একই পরিবারের ৫ জন সদস্য। সকলেরই মৃত্যু হয়েছে। পশ্চিম কচ্ছ থানার এসপি সৌরভ সিংহ জানিয়েছেন, এক মহিলা নর্মদার খাল থেকে জল তুলতে গিয়েছিলেন। কিন্তু জলে তাঁর পা পিছলে যায়। তাঁকে জলে পড়ে যেতে দেখে ওই ৫ জনও জলে নামেন। মহিলাকে জল থেকে তুলে আনার চেষ্টা করছিলেন তাঁরা। কিন্তু জলের তোড়ে সকলেই ভেসে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা নর্মদার খাল থেকে ওই পরিবারের ৫ জনের দেহ উদ্ধার করেছে। মূলত, সর্দার সরোবর ড্যাম থেকে গুজরাত এবং রাজস্থানে জল বয়ে আনে নর্মদা খাল। সম্পূর্ণ খালটি ৫৩২ কিলোমিটার দীর্ঘ। তার মধ্যে ৪৫৮ কিলোমিটার রয়েছে গুজরাতের মধ্যে। বাকি ৭৪ কিলোমিটার রয়েছে রাজস্থানের সীমানায়।
নর্মদা খালের ধারে সিঁড়ি বরাবরই স্যাঁতস্যাঁতে এবং পিছল। অতীতেও তা নিয়ে বহু বার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, খালের সংস্কার প্রয়োজন। তা না হলে যে কোনও দিন দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি যাঁরা সাঁতার জানেন, তাঁদেরও নর্মদা খালে নামতে সমস্যা হয়। কিন্তু অভিযোগ পেয়েও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।