CPI Maoist

মাওবাদীদের সঙ্গে এনকাউন্টারের সময় বিস্ফোরণ চাইবাসায়, জখম অন্তত পাঁচ জওয়ান

বুধবার চাইবাসার টোন্টো থানার টুম্বাহাকা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সিআরপিএফের কোবরা বাহিনী। এনকাউন্টার চলাকালীন আচমকা আইইডি বিস্ফোরণ ঘটে।

Advertisement

সংবাদ সংস্থা

রাঁচী শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ১৮:২১
Share:

বিস্ফোরণে জখম পাঁচ জওয়ান। — ফাইল চিত্র।

মাওবাদীদের সঙ্গে এনকাউন্টারের সময় আচমকা ঘটল বিস্ফোরণ। তার জেরে জখম হলেন অন্তত ৫ জন সিআরপিএফ জওয়ান। বিস্ফোরণের পর এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। বুধবার এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের সিংভূম জেলার চাইবাসায়।

Advertisement

বিস্ফোরণের পর জখম জওয়ানদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে রাঁচীর স্থানীয় হাসপাতালে। তবে জখম জওয়ানের শারীরিক অবস্থা কেমন তা নিয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত জানানো হয়নি সিআরপিএফের তরফে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বুধবার চাইবাসার টোন্টো থানার টুম্বাহাকা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সিআরপিএফের কোবরা বাহিনী। এনকাউন্টার চলাকালীন আচমকা আইইডি বিস্ফোরণ ঘটে।

সম্প্রতি ধানবাদে একটি সব্জি বাজারে বিস্ফোরণ ঘটে। তার জেরে জখম হন ৪ জন। ওই ঘটনার পিছনে মাওবাদীদের হাত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এই আবহে বুধবার আইইডি বিস্ফোরণে জখম হলেন কোবরা জওয়ানরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement