Roosha Chatterjee

বিয়ে করছেন ‘তোমায় আমায় মিলে’ সিরিয়ালের ঊষসী, ১৩ বছরের কেরিয়ারকে বিদায়!

মাঘের শুরুতেই টলিপাড়ায় বিয়ের সানাই। আগামী সপ্তাহে বিয়ে করছেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। আট মাসের মধ্যে পাকা হয়েছে সব কিছু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ১৭:৪২
Share:

আগামী সপ্তাহেই বিয়ের পিঁড়িতে রুশা চট্টোপাধ্যায়। ছবি : ইনস্টাগ্রাম।

পৌষ শেষ। মাঘ আসতে চলল, টলিপাড়ায় বিয়ের সানাই বাজবে না তা কখনও হয়? জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে রুশা চট্টোপাধ্যায়। রুশা অর্থাৎ ‘তোমায় আমায় মিলে’ সিরিয়ালের ঊষসী। ১৯ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রুশা। পাত্র কলকাতারই। নাম অনুরণ রায়চৌধুরী। পেশায় সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার। অশোকনগরে বাড়ি। কিন্তু কাজের সূত্রে থাকেন বিদেশে। বিয়ের পর রুশাও চলে যাবেন আমেরিকায়।

Advertisement

অনেক দিন হল সিরিয়ালে দেখা যায় না তাঁকে। শেষ ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে একটি পার্শ্বচরিত্রে দেখা গিয়েছিল রুশাকে। ২০১৬ সালের পর তেমন ভাবে যদিও দর্শক তাঁকে ক্যামেরার সামনে দেখতে পাননি। তবে এখন নতুন জীবন শুরুর প্রস্তুতি। শুভেচ্ছা জানাতে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় রুশার সঙ্গে। ফোন তুলতেই বোঝা গেল শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে। রুশা বললেন, “হ্যাঁ, পরের সপ্তাহে বিয়ে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আট মাসের আলাপ আমাদের। বলা যেতে দেখাশোনার পর একে অপরের প্রেমে পড়ে যাই।” তা হলে বিয়ের পর আর অভিনয়ে দেখা যাবে তাঁকে? ভবিষ্যতের কী পরিকল্পনা? রুশার উত্তর, “এই ইন্ডাস্ট্রিতে আমার ১৩ বছর হয়ে গেল। সব গুটিয়ে এ বার বিদেশ যাওয়ার পালা। নতুন দেশে গিয়ে নতুন ভাবে জীবনটাকে শুরু করতে চাই। এখনও কিছুই তেমন ভাবিনি কী করব।”

প্রসঙ্গত, শোনা গিয়েছিল, এক সময়ে টলিপাড়ার এক অভিনেতার প্রেমে পড়েছিলেন তিনি। চুটিয়ে নাকি প্রেমও করেছিলেন। তবে সেই সম্পর্ক টেকেনি। সেই সবই এখন অতীত। মনের মতো জীবনসঙ্গী খুঁজে নিয়েছেন রুশা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement