Madhya Pradesh

চার বছর ধরে মেয়েকে ধর্ষণ, মধ্যপ্রদেশে ‘বাবা’কে খুঁজতে তল্লাশি অভিযান পুলিশের

চার বছরেরও বেশি সময় ধরে নিজের মেয়েকে ধর্ষণ করতেন বাবা। সম্প্রতি ওই তরুণীর মা বিষয়টি জানতে পারেন। এর পরেই মা ও মেয়ে মিলে থানায় অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১১:৪৪
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

চার বছরেরও বেশি সময় ধরে নিজের মেয়েকে ধর্ষণ করেছেন বাবা। পুলিশে অভিযোগ দায়ের করতেই ফেরার প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছাতারপুরে।

Advertisement

নির্যাতিতা তরুণী ছাতারপুরের লভকুশনগরের বাসিন্দা। বৃহস্পতিবার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী ও তাঁর মা। লভকুশনগর থানার পুলিশ সুপার আগম জৈন সংবাদ সংস্থাকে জানিয়েছেন, চার বছরেরও বেশি সময় ধরে নিজের মেয়েকে ধর্ষণ করতেন বাবা। সম্প্রতি ওই তরুণীর মা বিষয়টি জানতে পারেন। এর পরেই মা ও মেয়ে মিলে থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ দায়ের করার পর থেকেই ফেরার অভিযুক্ত। ওই প্রৌঢ়ের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

নির্যাতিতা তরুণীর বয়স এখন ২১। যখন তিনি নাবালিকা ছিলেন, সেই সময় থেকেই তাঁর বাবা তাঁকে নিয়মিত ধর্ষণ করেছেন বলে অভিযোগ। ফলে প্রৌঢ়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৪ ধারার পাশাপাশি শিশু সুরক্ষা আইনেও (পকসো) মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে ধরতে বিশেষ দলও গঠন করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement