COVID-19

দিল্লির গঙ্গারাম হাসপাতালে করোনায় আক্রান্ত ৩৭ চিকিৎসক

চিকিৎসকদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের চিহ্নিত করার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ১২:০৬
Share:

প্রতীকী ছবি।

এক সঙ্গে ৩৭ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হলেন। ঘটনাটি দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালের। জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩২ জনকে নিভৃতবাসে পাঠানো হয়েছে।

Advertisement

হাসপাতাল সূত্রে খবর, যে চিকিৎসকদের করোনা ধরা পড়েছে, তাঁদের মধ্যে বেশির ভাগই টিকা নিয়েছেন। শুধু তাই নয়, আক্রান্তদের মধ্যে অল্পবসয়ী চিকিৎসকের সংখ্যাই বেশি। তাঁদের শরীরে করোনার মৃদু উপসর্গ ধরা পড়েছে বলে জানা গিয়েছে।

এক সঙ্গে এত জন চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালে। চিকিৎসকদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের চিহ্নিত করার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দিল্লিতে সংক্রমণের শুরু থেকেই গঙ্গারাম হাসপাতালে কোভিডের চিকিৎসা চলছে।

Advertisement

দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৭ হাজার জন। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৭ হাজারে গণ্ডি ছাড়িয়েছে। যা নিয়ে চিন্তিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৫ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement