snake

Snake: রাস্তা পার হচ্ছে ৩০ ফুটের অজগর! ভিডিয়ো প্রকাশ্যে

লোকালয়ে বিশালাকায় সাপের দেখা মেলায় আতঙ্ক ছড়ায় ওড়িশার নবরংপুর জেলার কাঠিগুড়ায়।

Advertisement

সংবাদ সংস্থা

ভুবনেশ্বর শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ১২:০৪
Share:

বিশালাকায় সেই সাপ। ছবি সৌজন্য টুইটার।

রাস্তার এ পার থেকে ও পারে চলে গিয়েছে। মাথা-মুখ কোনওটাই দেখা যাচ্ছে না। প্রায় ১৫ ফুটের একটি রাস্তা পারাপার করতে দেখা গেল ৩০ ফুটের অজগরকে।

লোকালয়ে বিশালাকায় সাপের দেখা মেলায় আতঙ্ক ছড়ায় ওড়িশার নবরংপুর জেলার কাঠিগুড়ায়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে কাঠিগুড়ার জওহর নবোদয় বিদ্যালয়ের কাছে রাস্তা পারাপার করতে দেখা যায় বিশাল আকারের অজগরটিকে।

Advertisement

সাপটিকে দেখার পরই স্থানীরা বন দফতরে খবর দেন। সাপটিকে উদ্ধার করে নিয়ে যান তাঁরা। কিন্তু লোকালয়ে এই বিশালাকায় সাপ কী করে ঢুকে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এক বনকর্মী।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই এলাকায় আগে কখনও অজগরের দেখা মেলেনি। তাই হঠাৎ এলাকায় বিশালাকায় সাপের দেখা মেলায় আতঙ্ক ছড়ায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement