—প্রতিনিধিত্বমূলক ছবি।
নতুন নজির গড়তে চলেছে ভারতীয় নৌসেনা। এক মাসের মধ্যেই তাদের রণসম্ভারে যুক্ত হতে চলেছে তিনটি নয়া রণতরী। সঙ্গে আনকোরা একটি ডুবোজাহাজও!
ভারতীয় নৌসেনার পশ্চিমাঞ্চল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জে সিংহ মঙ্গলবার বলেন, ‘‘আগামী এক মাসের মধ্যে আইএনএস নীলগিরি, আইএনএস সুরাত, আইএনএস তুশিল এবং ডুবোজাহাজ আইএনএস ভ্যাগশির এক মাসের মধ্যে চালু হবে।’’ পশ্চিমাঞ্চলীয় কমান্ডের তত্ত্বাবধানেই সেগুলি নৌসেনার অন্তর্ভুক্ত হবে বলে জানান তিনি।
সঞ্জয় জানান, আইএনএস নীলগিরি হল প্রজেক্ট ১৭এ-র প্রথম ফ্রিগেট এবং ২০১৯ সালে এর নির্মাণকাজ শুরু হয়েছিল। ‘কলকাতা ক্লাস’ ডেস্ট্রয়ার আইএনএস সুরাত হল প্রজেক্ট ১৫বি চতুর্থ রণতরী। রাশিয়া থেকে এনে পুনর্নির্মিত আইএনএস তুশিল আদতে ‘তলোয়ার ক্লাস ফ্রিগেট’। অন্য দিকে, আইএনএস ভাগ্যশির স্করপেন গোত্রের ডুবোজাহাজ। এর আগে এই গোত্রের ২০১৭-তে আইএনএস কালভারি, ২০১৯-এ আইএনএস খান্ডেরি এবং ২০২১-এ আইএনএস করঞ্জ-কে নৌবাহিনীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।