উত্তর কাশ্মীরের এই এলাকায় তুষারধস স্বাভাবিক ঘটনা। তবে ধসের মুখে পড়লে তার থেকে বাঁচার উপায় প্রায় থাকে না বললেই চলে। প্রতীকী ছবি।
জম্মু এবং কাশ্মীরে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হল কর্তব্যরত তিন সেনা জওয়ানের। ৫৬ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের ৩জন সেনা জওয়ান প্রহরায় ছিলেন সেখানে। আচমকা তুষারধসের মুখে পড়ে তাঁরা আর পালাতে পারেননি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে নিয়ন্ত্রণরেখা থেকে দু’-এক কিলোমিটার আগে কুপওয়ারার মাছিল এলাকায়। বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। দীর্ঘ তল্লাশি অভিযানের পর খুঁজে পাওয়া যায় তিন জন জনের দেহ।
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলেই দুই সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল। তৃতীয় জনকে উদ্ধার করে চিকিৎসা শুরু করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।