Delhi High Court

Maternity Leave: মাতৃত্বকালীন ছুটি মিলছে না মায়ের, দিল্লি হাই কোর্টে আবেদন তিন মাসের শিশুর!

শিশুটির মা উত্তর দিল্লি পুরনিগমের (এনডিএমসি) কর্মী। অভিযোগ, এনডিএমসি মহিলাকে মাতৃত্বকালীন ছুটি দিতে অস্বীকার করছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মে ২০২২ ১৪:১৬
Share:

দিল্লি হাই কোর্ট এনডিএমসি-কে দু’সপ্তাহের সময় দিয়েছে। ফাইল চিত্র।

মাতৃত্বকালীন ছুটি পাচ্ছেন না মা। আর এই আবেদন জানিয়েই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হল তিন মাসের এক শিশু!

শিশুটির মা উত্তর দিল্লি পুরনিগমের (এনডিএমসি) কর্মী। অভিযোগ, এনডিএমসি মহিলাকে মাতৃত্বকালীন ছুটি দিতে অস্বীকার করছে। ফলে শিশুটিকে দেখাশোনা করার ক্ষেত্রে একটি সমস্যা তৈরি হয়েছে। এর পরই এনডিএমসি-র বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয় শিশুটি।

Advertisement

ত্রিগাংশ জৈন নামে ওই শিশুটির তরফে যে আবেদন দাখিল করা হয়েছে, তাতে বলা হয়েছে যে, দিল্লি পুরনিগম মাতৃত্বকালীন ছুটি দিতে চাইছে না। তাই তার মা-কে সেই ছুটি দেওয়ার ব্যবস্থা করা হোক। আদালতে শিশুর আইনজীবী জানান, মামলাকারী পুরোপুরি তার মায়ের উপর নির্ভরশীল। এ ক্ষেত্রে তার অধিকার লঙ্ঘিত হচ্ছে।

আদালত তখন এনডিএমসি-কে এ বিষয়ে দু’সপ্তাহের মধ্যে জবাব দিতে বলেছে। এবং বলেছে এটাই জবাব দেওয়ার শেষ সুযোগ এনডিএমসির। আদালত আরও জানিয়েছে, এই বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল। কেননা শিশুটি তার মায়ের যত্ন থেকে বঞ্চিত হয়েছে। যা অপূরণীয় ক্ষতি। এর আগেও মার্চে এনডিএমসিকে নোটিস দিয়েছিল আদালত ।

Advertisement

পাশাপাশি আদালত এই বিষয়েও অবগত হয়েছে, সরকারি চাকরির নিয়ম (সার্ভিস রুল) মোতাবেক কেবলমাত্র দু’টি শিশুর জন্মের সময় ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটি পেতে পারেন কর্মরত মা। তৃতীয় সন্তানের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না। ত্রিগাংশ ওই মহিলার তৃতীয় সন্তান। তবে এ ক্ষেত্রে তার অধিকার থেকে বঞ্চিত হওয়ায় আবেদন করেছে শিশুটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement