Brawl over Biryani

বিরিয়ানি নিয়ে বিবাদ, এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ তিন জনের বিরুদ্ধে, চেন্নাইয়ে গ্রেফতার

কে আগে বিরিয়ানি পাবেন, তা নিয়ে ২২ বছরের বালাজির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিন মত্ত। বালাজিকে রাস্তায় ফেলে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। হাসপাতালে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৩ ১০:০২
Share:

— প্রতীকী ছবি।

বিরিয়ানির দোকানে দাঁড়িয়েছিলেন সবাই। কাকে আগে বিরিয়ানি দেওয়া হবে, তা নিয়ে ঝামেলায় প্রাণ চলে গেল এক তরুণের। ঘটনা তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের। গোটা ঘটনা ধরা পড়েছে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায়। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বিরিয়ানি কিনতে চেন্নাইয়ের মান্নুরপেট বাসস্ট্যান্ডের কাছে একটি দোকানে গিয়েছিলেন বেসরকারি সংস্থার কর্মী ২২ বছরের বালাজি। সেখানে বালাজির পাশাপাশি বিরিয়ানি কিনতে হাজির হয়েছিলেন তিন ব্যক্তি। তাঁরা প্রত্যেকেই মত্ত অবস্থায় ছিলেন। দোকানদার কাকে আগে বিরিয়ানি দেবেন, তা নিয়ে বেসামাল তিন জনের সঙ্গে বালাজির ঝামেলা বেধে যায়।

তিন ব্যক্তি বালাজিকে মারধর করতে শুরু করেন। বালাজি রাস্তায় পড়ে যান। তবুও মার থামে না। ধারাল অস্ত্র দিয়ে চলতে থাকে কোপ। গোটা ঘটনা ধরা পড়েছে রাস্তায় লাগানো সিসিটিভিতে। বালাজিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তল্লাশি চালিয়ে তিন জনকেই গ্রেফতার করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement