Murder

বৃদ্ধ বাবাকে কুপিয়ে খুনের পর সৎ মাকে ধর্ষণ! ওড়িশায় গ্রেফতার অভিযুক্ত যুবক

পুলিশ সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে বাবা এবং সৎ মাকে ছেড়ে অন্যত্র বসবাস করতেন ২০ বছরের অভিযুক্ত যুবক। ওই যুবকের বিরুদ্ধে সোমবার টোমকা থানায় খুন এবং ধর্ষণের অভিযোগ করেছেন তাঁর সৎ মা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৩ ২০:৩০
Share:

পারিবারিক বিবাদের জেরেই কি ‘জোড়া অপরাধ’, তদন্তে পুলিশ। প্রতীকী ছবি।

বৃদ্ধ বাবার সঙ্গে তর্কাতর্কির সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে খুন করলেন এক যুবক। এর পর সৎ মাকে ধর্ষণ করেন তিনি। ওড়িশার এক বাসিন্দার বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ। সৎ মায়ের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে ওড়িশার জাজপুর জেলায় বাবা এবং সৎ মাকে ছেড়ে অন্যত্র বসবাস করতেন ২০ বছরের অভিযুক্ত যুবক। অভিযোগ, রবিবার রাতে পারিবারিক বাড়িতে আসেন তিনি। এর পর সৎ মায়ের বিরুদ্ধে কটূক্তি করায় তা মেনে নিতে পারেননি অভিযুক্তের বাবা। স্ত্রীর পক্ষ নিয়ে ছেলের সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি। তর্কাতর্কির সময় ধারালো অস্ত্র দিয়ে ৬৫ বছরের বাবাকে কুপিয়ে খুন করেন যুবক। এর পর সৎ মাকে ধর্ষণ করেন। ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়ে যান। ওই যুবকের বিরুদ্ধে সোমবার টোমকা থানায় খুন এবং ধর্ষণের অভিযোগ করেছেন তাঁর সৎ মা। তার ভিত্তিতে তদন্তে নেমে সোমবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

টোমকা থানার দায়িত্বপ্রাপ্ত ইনস্পেক্টর এসকে পাত্র জানিয়েছেন, ২০ বছরের ওই যুবককে পরিবারিক বাড়িতে ঢুকতে দিতেন না তাঁর সৎ মা। তা নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত। সংবাদমাধ্যমে ইনস্পেক্টর পাত্র বলেন, ‘‘বৃদ্ধের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার পিছনে প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখতে আমরা তদন্ত শুরু করেছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement